BY- Aajtak Bangla

ভাগ্য বদলাতে চাইলে, ঘরের পর্দা বদলে ফেলুন, হুহু করে ঢুকে টাকা

30 June, 2025

 পরিশ্রম করছেন, কিন্তু সাফল্য আসছে না! বাড়ির পশ্চিম দিকে সাদা রঙের পর্দা লাগান। ভাগ্য ঘুরবে। সাদা পর্দা একাগ্রতা আনে শিশুদের পড়াশোনায় মন ফিরবে।

লাল পর্দা বাড়ির দক্ষিণ দিকে ভুলেও রাখবেন না। তাহলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে।  শোওয়ার ঘরে লাল রঙের পর্দা ব্যবহার করবেন না।এতে স্বামী-স্ত্রীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

বাড়িতে কালো রঙের পর্দা লাগানো নিষিদ্ধ। কালো রং অশুভ বলে গণ্য করা হয়। কালো রং তাপ টানে। ঘরের মধ্যে তাপ বাড়িয়ে দেয়।

পুজোর ঘরে হলুদ রঙের পর্দা লাগান। এটি ঘরে লাগালে ঘরে শান্তি আনবে।

যারা ঋণের ভারে জর্জরিত, তাঁরা বাড়ির উত্তর দিকে নীল পর্দা লাগান। ঋণশোধের উপায় তৈরি হবে।

চাকরি ও ব্যবসায় ব্যর্থ হলে পূর্ব দিকে সবুজ পর্দা লাগান। কাজের জায়গা ভাল ফল দেবে।

ঘরে গোলাপি রঙের পর্দা লাগালে সম্পর্কের মাধুর্য বজায় থাকে। মনে শান্তি ও প্রীতিভাব বজায় থাকে।

কমলা, গোলাপি বা নীল রঙের পর্দা ঘরের বেডরুমে লাগানো ভাল। এতে ঘরের বাসিন্দাদের মধ্যে ভালোবাসা বাড়ে