16 MAY 2025
BY- Aajtak Bangla
জ্যোতিষশাস্ত্রে সমুদ্র শাস্ত্র খুব গুরুত্বপূর্ণ। এই শাস্ত্র অনুসারে জাতক জাতিকার শারীরিক গঠন, আকার, আকৃতি এমনকি চুল দেখে স্বভাব-চরিত্র অনেক কিছু জানা যায়।
শরীরের কিছু অংশে চুল থাকা অত্যন্ত শুভ। আবার কিছু অংশে চুল বা লোম থাকলে তা অশুভ ইঙ্গিত বহন করে।
সমুদ্র শাস্ত্র অনুযায়ী, মহিলা বা পুরুষদের শরীরর কোন অংশে চুল বা লোম থাকা শুভ ও কোন অংশে অশুভ জেনে নিন।
পুরুষদের পায়ে লোম থাকলে এটা স্বাভাবিক ব্যাপার। তবে কিছু কিছু পুরুষের লোমের ঘনত্ব অত্যধিক বেশি।
একই ক্ষেত্রে মহিলাদেরও হাতে, পায়ে, ঘাড়ে লোম থাকে তবে কারও কারও বেশিই থাকে।
এদের পায়ে বা শরীরে অত্যধিক লোম থাকা শুভ নাকি অশুভ জেনে রাখা জরুরি।
এখনকার মহিলারা হাত-পায়ের লোম কেটে ফেলেন। পাশাপাশি পুরুষরাও অনেকে হাত ও পায়ের লোম পরিষ্কার করে ফেলেন। এতে তাদের শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায়।
এর পাশাপাশি হাত ও পায়ে লোম থাকা অশুভ বলে জানায় জ্য়োতিষশাস্ত্র। যাদের হাত ও পায়ে চুল থাকে তাঁদের নিজের জীবনে প্রচুর ওঠাপড়ার সম্মুখীন হতে হয়।
এমন মহিলা ও পুরুষদের জীবনে আনন্দ দীর্ঘস্থায়ী হয় না। এদের জীবনে সমস্যার আনাগোনা লেগেই থাকে।