BY- Aajtak Bangla

ছটপুজোয় এই একটি ফলেই তুষ্ট হবেন মা লক্ষ্মী

15 NOVEMBER, 2023

কালীপুজো-ভাইফোঁটার পরই ছটপুজোর দিন গোনা শুরু হয়ে যায়। শীত আসার আগেই এই পুজো করা হয়ে থাকে। 

এই বছর ছটপুজো পরেছে ১৭ নভেম্বর থেকে ২০নভেম্বর পর্যন্ত।

এই পুজোয় ৩৬ ঘণ্টার উপবাসের পরে জল অর্পন করা হয় সূর্যদেবকে ।

সূর্যের পুজোর পাশাপাশি এই পুজোয় কিছু ফল অর্পণ করলে পেতে পারেন মা লক্ষ্মীর কৃপাও। 

ছট পুজোয় নারকেল অর্পণ করলে পাবেন লক্ষ্মীদেবী কৃপা।

ছট পুজোয় আখের তৈরী মিষ্টি বানিয়ে অর্পণ করতে পারেন দেবীকে।

কলা মা লক্ষ্মীর প্রিয় ফল যা নিবেদন করলে পাবেন লক্ষ্মীর কৃপা।

ছটপুজোয় বাতাবি লেবু দিলেও পরিবারে কল্যাণ বৃদ্ধি পাবে।