27 january, 2024
BY- Aajtak Bangla
ফেং শ্যুই অনুসারে ঘরে চিনা মুদ্রা রাখার সময় কিছু নিয়ম মেনে চললে বিশেষ উপকার পাওয়া যায়। ।
চাইনিজ কয়েন রাখার সময় খেয়াল রাখবেন যে পাশে চার লিপির ছবি রয়েছে সেই দিকটি সবসময় উপরের দিকে রাখতে হবে।
চিনা বাস্তুশাস্ত্র বলে যে এই কয়েন ঘরে রাখলে নেতিবাচক শক্তি চলে যায়।
মানি ব্যাগে চাইনিজ কয়েন রাখলে মানুষের জীবনে কখনওই টাকার অভাব হয় না।
যে কোনও ঝামেলা থেকে মুক্তি পেতে তিনটি চিনা মুদ্রা আপনার কাছে রাখতে পারেন।
এমনটা মনে করা হয় যে এই মুদ্রাগুলি নেতিবাচক শক্তি দূর করে। আর বাড়ির পরিবেশও ইতিবাচক থাকে।
ঘরের প্রধান দরজায় চিনা মুদ্রা ঝুলিয়ে রাখলে খুব শুভ ও ফলদায়ক হবে।
এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির সদর দরজায় চিনা মুদ্রা রাখলে অশুভ শক্তির বাস হয় না। দারিদ্র্য দূর হয়।
চেষ্টা করেও ঋণ শোধ করতে না পারেন, তাহলে এই তিনটি কয়েন একটি লাল সুতোয় বেঁধে নতুন বছরে ঘরে ঝুলিয়ে দিন।
বারবার কোনও কাজ নষ্ট হলে ছোট ছোট ফেং শ্যুই কয়েন পার্সে রাখতে পারেন।