01 August, 2023
BY- Aajtak Bangla
প্রায়ই কাক বাড়ির ওপরে বসে। এসে ক্রমাগত ডাকতে থাকে।
বাড়ির আশেপাশে বা চলার পথে কাকদের দেখা শুভ নাকি অশুভ তা অনেকেই বুঝতে পারেন না।
শকুন শাস্ত্র অনুসারে বাড়ির ছাদে বা শেডের ওপর, জানলায় কাকের আগমন শুভ বলে মনে করা হয়।
বিশ্বাস করা হয় কাকদের ভবিষ্যত দেখার আশ্চর্য শক্তি আছে। সেজন্য আগাম সময়ের পূর্বাভাস দেয়।
যদি কাককে জল পান করতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর অর্থ হল আপনি অদূর ভবিষ্যতে অর্থ লাভ করতে চলেছেন।
বাড়ির ছাদে কাকেরা মারামারি করেলে অশুভ বলে মনে করা হয়। তার মানে সেই বাড়ির মালিক শীঘ্রই সমস্যায় পড়তে চলেছেন।
বাড়ির দরজায় যদি কাক ডাকে, তাহলে এটা ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে অতিথি আসছেন। যার তথ্য কাক আপনার কাছে পৌঁছে দিচ্ছে। এটি আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমনকেও বোঝায়।
ভোরবেলা যদি উড়ন্ত কাক এসে কারও পা ছুঁয়ে দেয়, তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয়। ব্যক্তির সম্মান ও প্রতিপত্তি বাড়তে চলেছে।