19 MARCH 2025
BY- Aajtak Bangla
বাড়িতে কাক আসা নিয়ে অনেক শুভ, অশুভ কুসংস্কার আছে।
বাড়ির জানালায় কাক এসে বসা, কাকের কা-কা ডাক অনেকেরই অপছন্দের। অনেকে ভাবেন এটি অশুভ। একথা একদম ভুল।
বাস্তু মতে কাক বাড়িতে আসার অর্থ হল শুভ। কোনও শুভ অনুষ্ঠান বা চাকরির ইন্টারভিউতে যাওয়ার সময় কাক বাড়ি থেকে পশ্চিম দিকে উড়ে গেলে কাজ সফল হবে।
কোথাও যাওয়ার আগে বাড়ির ভিতরে কাক চিৎকার করলে সেই যাত্রা সফল হবে। এর অর্থ জীবনে কিছু বড় পরিবর্তন হতে চলেছে।
সকালে বাড়ির উত্তর বা পূর্ব দিকে কাক উড়ে গেলে বাড়িতে অতিথি আগমন হয়ে বলে মনে করা হয়।
বাড়িতে কাক এসে ডাকলে বুঝবেন খুব শীঘ্রই বাড়িতে বিয়ে হতে চলেছে৷ বাড়িতে কাককে রুটি খেতে দেখলে বুঝবেন সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে।
যদি বাড়ির ছাদে বা বারান্দায় জল রাখলে কাক এসে খেয়ে গেলে তাড়াতাড়ি বড়লোক হবেন।
তবে কাক যদি উচ্চস্বরে গলা ফাটিয়ে চিৎকার করে তবে অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত হতে পারে। যা বড় সংকট বা বিপদ ডেকে আনতে পারে।
বাড়ির দক্ষিণ দিকে কাক এসে বসা ভয়ঙ্কর লক্ষণ।