21 MAY 2025
BY- Aajtak Bangla
বাস্তুশাস্ত্র অনুসারে, জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জনের জন্য অনেক প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে।
মানুষের জীবনে গাছপালা ও উদ্ভিদের গুরুত্ব অপরিসীম। কিছু মানুষ এটি এতটাই পছন্দ করে যে তারা এটি যে কোনও জায়গায় রেখে দেয়।
অনেক সময় নিজেদের অজান্তে কোনও গাছ লাগিয়ে অশুভ ফল ডেকে আনেন অনেকে।
বাস্তুশাস্ত্রে গাছ এবং উদ্ভিদের জন্য সঠিক দিকনির্দেশনা উল্লেখ করা হয়েছে। গাছ লাগানোর মাধ্যমেও সুখ ও সমৃদ্ধি অর্জন করা যায়।
তার মধ্যে একটি হল বাড়িতে কারি পাতা গাছ লাগানো। বাড়িতে জন্মানো কারি গাছটিকে খুব বেশি বাড়তে দেবেন না, ছাঁটাই করতে থাকুন।
কারি পাতার গাছটি যেন বড় গাছে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখবেন।
কারি পাতা গাছ বেশি বড় হয়ে গেলে তা বাড়ির বাচ্চাদের অগ্রগতি ব্যাহত হয়। কাজ, চাকরি এবং ব্যবসায় ব্যর্থতার মুখোমুখি হতে শুরু করবে। সন্তানের বিয়েতে বাধা সৃষ্টি করে।
কারি পাতা গাছ কখনও মাথার চেয়ে লম্বা যেন না হয়। সবথেকে ভালো হয় গাছটি ৩ ফুটের বেশি লম্বা না হতে দেওয়া। বড় হলে গাছের মাথা ছেটে দিন।
বাড়িতে কারিপাতা গাছ রাখা শুভ। ৩ ফুটের মধ্যে থাকলে এই গাছ সফলতা ডেকে আনে।