26 March 2024

BY- Aajtak Bangla

টাকা নেই-বাধা-দুর্ভাগ্যে নাজেহাল, শনি-রবিতে চুল কাটেন না তো? যা ঘটে...

কাজের ব্যস্ততায় চুল কাটার সময় বের করাও কারও কারও কাছে কঠিন হয়ে দাঁড়ায়। সপ্তাহে একদিন বা দুদিন ছুটি থাকলেও, বাড়িতে জমে থাকা কাজ সামলে সেলুনে যাওয়ার সময় বের করতে বেশ বেগ পেতে হয়। তারপর ছুটির দিনে সেলুনে ভিড় আরেক মাথাব্যথার কারণ।

অনেকেই ছুটির দিন রবিবার কিংবা শনিবার চুল কাটার জন্য বেছে নেন। কিন্তু সময়ের অভাবে শনিবার বা রবিবার যাঁরা চুল কাটেন, তাঁদের কিন্তু সময় খারাপ হওয়ার দিকেই এগোচ্ছে। অন্তত জ্যোতিষশাস্ত্র তাই বলছে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিবার বা রবিবার চুল কাটলে দুর্ভাগ্য ঘিরে ধরে অচিরেই। সব কাজে বাধা তৈরি হয়। এমনকী মনোবলও কমতে থাকে।

শনিবার চুল কাটলে কী হয়? জ্যোতিষশাস্ত্র বলছে, চুল কাটার জন্য শনিবার মোটেই শুভ দিন নয়।

এই দিনে নখ বা চুল কাটা অকালমৃত্যু ও আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ায় বলে মনে করা হয়। এই দিনে চুল কাটা বা শেভ করা পিতৃ দোষের কারণ হতে পারে।

রবিবার চুল কাটলে কী হয়?  রবিবার চুল কাটা ভাল নয়। মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে, সৌর দিনে নখ ও চুল কাটা ধন, জ্ঞান ও ধর্মের বিনাশ করে।

রবিবার খুব গুরুতর প্রয়োজন না থাকলে আপনার চুল এবং দাড়ি শেভ করবেন না।

তাহলে সপ্তাহের কোন দিন চুল কাটা শুভ? জ্যোতিষ মতে চুল কাটার জন্য একমাত্র শুভ দিন হল বুধবার। ওই দিন চুল ও দাড়ি কাটা যেতে পারে৷

এই দিন চুল কাটলে মা লক্ষ্মীর ক্রোধের মুখেও পড়তে হয় না। তার উপরে, বুধবার চুল কাটা আপনার রাশিতে বুধকে শক্তিশালী রাখে। বুধের কৃপায় সংশ্লিষ্ট ব্যক্তির কর্মযোগ তৈরি হয় এবং ধন-সম্পদ ও খ্যাতি বৃদ্ধি হয়।

বাকি সব দিনেই চুল কাটাকে অশুভ বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে।