কপালে?

কী আছে

01 January 2026

আজকের রাশিফল 01 January 2026 

মেষ

01 January 2026

পরিবারের খেয়াল রাখুন। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক। আর্থিক উন্নতি। পরিস্থিতি অনুকূলে। কাজে গতি। সুখ এবং সমৃদ্ধি লাভ।

বৃষ

01 January 2026

কাজে সৃজনশীল হোন। কাছের লোকেদের সমর্থন। চাকরি ও ব্যবসায় সাফল্য। ব্যক্তিগত কর্মক্ষমতায় উন্নতি। ভ্রমণের সম্ভাবনা।

মিথুন

01 January 2026

গুরুত্বপূর্ণ বিষয়ে ধৈর্য ধরুন। বিভিন্ন বিষয়ে স্বাচ্ছন্দ্য। তাড়াহুড়ো ও অহংকার এড়ান। দায়িত্ব পালন করবেন। কাজে সতর্ক হোন।

কর্কট

01 January 2026

আর্থিক লাভ। সুযোগ কাজে লাগান। কর্মক্ষমতায় উন্নতি। ব্যবসায় লাভ। আর্থিক লাভ বেশি। কাজে আগ্রহ থাকবে। দ্বিধা ছাড়াই এগোবেন।

সিংহ

01 January 2026

কাজে মনোনিবেশ করবেন। চেষ্টায় গতি। বিভিন্ন কাজে সফল হবেন। পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন। উর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন।

কন্যা

01 January 2026

সৌভাগ্য। অনুকূল পরিস্থিতি থাকবে। কাজে মনোনিবেশ করবেন। লাভ তুঙ্গে। বিভিন্ন বিষয়ে অনুকূল পরিস্থিতি। পরিস্থিতি ইতিবাচক থাকবে।

তুলা

01 January 2026

তুলা জাতকদের মন আজ সংবেদনশীল থাকবে। বুদ্ধি দিয়ে কাজ করবেন। প্রাপ্তি যোগ আছে। দেবতা দর্শন করুন। সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে।

বৃশ্চিক

01 January 2026

কটূ কথা বলবেন না। মাথা ঠান্ডা রেখে চলুন। প্রত্যাশিত ফল পাবেন। সম্পদ বাড়তে পারে। শত্রুদের মোকাবিলা করতে পারবেন। পারিবারিক অশান্তি হতে পারে।

ধনু

01 January 2026

যোগ্যতার তুলায় উপার্জন বেশি করবেন। আজ দয়া মায়া ও সহিষ্ণুতা দেখাবেন। আত্মপ্রতিষ্ঠিতি হোন। অন্যের উপর ভরসা করবেন না। নিজে সিদ্ধান্ত নিন।

মকর

01 January 2026

নতুন জমি বা বাড়ি কেনার যোগ দেখা যাচ্ছে। শারীরিক যে সমস্ত রোগ শরীরে বাসা বেঁধেছিল তার অবসান হতে পারে। খরচ কমবে এই বছর। আয় বাড়বে।

কুম্

01 January 2026

বছরটা ভালো কাটবে। ঈশ্বরে ভক্তি রেখে চলতে পারলে ব্যবসায় বেশ উন্নতি করতে পারবেন এবং চাকরির ক্ষেত্রেও বেশ ভাল যোগ দেখা যাচ্ছে। জীবনে নতুন বন্ধুর আগমন ঘটবে।

মীন

01 January 2026

ব্যবসায় অর্থভাগ্য খুব ভাল যাবে। তবে অর্থ নিয়ে একটু চিন্তা থাকবে। গৃহনির্মাণের জন্য ঋণ নিতে হতে পারে। পাওনা টাকা আদায়ে দেরি হতে পারে। ভালো সময় কাটবে বেশিরভাগ সময়।