কপালে?

কী আছে

01 March 2025

আজকের রাশিফল 01 March 2025 

মেষ

01 March 2025

ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে।

বৃষ

01 March 2025

সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। ব্যবসায় বাধার জন্য মাথাগরম থাকবে।

মিথুন

01 March 2025

অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই সপ্তাহে ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে। শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে।

কর্কট

01 March 2025

সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে অশুভ। সপ্তাহের শেষ দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে।

সিংহ

01 March 2025

সন্তানদের নিয়ে দুশ্চিন্তা। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। প্রিয়জনের প্রতি ঘৃণা বৃদ্ধি পাবে। অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে। আর্থিক ব্যাপারে ভাল চাপ থাকবে।

কন্যা

01 March 2025

বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ। ভাই-বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন।

তুলা

01 March 2025

অতিরিক্ত কাজে নিজেকে জড়াবেন না। যেটুকু পারবেন সেটুকু করুন। ব্যবসায় প্রচুর লাভ করুন। প্রেমিকা আপনাকে মিস করবে। পরিকল্পনা অনুযায়ী চলবেন।

বৃশ্চিক

01 March 2025

আজ অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। নিজেকে ভালো রাখুন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন। পুরোনো প্রেমিকা বা প্রেমিকের কথা মাথায় আসতে পারে।

ধনু

01 March 2025

বড়দের সঙ্গে মতভেদে জড়াবেন না। প্রয়োজনে বন্ধুদের সাহায্য নেবেন। সবাইকে বিশ্বাস করবেন না। স্ত্রীর আচরণে আপনি ব্যথিত হতে পারেন।

মকর

01 March 2025

সুস্থ থাকতে হবে। অর্থের গুরুত্ব বুঝুন। সঞ্চয়ে মন দিন। তবেই ভবিষ্যৎ ভালো যাবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করবেন। আবেগের দ্বারা প্রভাবিত হবেন না।

কুম্

01 March 2025

আজ টাকা-পয়সা উপার্জন করতে পারবেন। কোনও ধর্মীয় স্থানে যেতে পারবেন। প্রেমে বিচ্ছেদ হতে পারে। ঘরের কোনও কাজে বেশি সময় কাটাতে পারবেন।

মীন

01 March 2025

বাড়িতে অপ্রত্যাশিত ভালো খবর পাবেন। কাজে ব্যস্ত থাকবেন। নিজের জন্য সময় বের করুন। সমস্যায় পড়বেন। তবে নিজেই তার সমাধান করতে পারবেন।