আজ কী আছে ভাগ্যে?

02 January 2025

আজকের রাশিফল 02 January 2025 

মেষ

02 January 2025

প্রশাসনিক কাজে তৎপরতা দেখা যাবে। সম্মান ও প্রভাব বাড়বে। বিভিন্ন পরিকল্পনা গতি পাবে। আকর্ষণীয় অফার পাবেন। অপ্রত্যাশিত ফলাফল পাবেন।

বৃষ

02 January 2025

ব্যবসায়ীদের জন্য দিনটা ভালো। সাহসের সঙ্গে এগিয়ে যাবেন। সংসারে অশান্তি হতে পারে। স্ত্রী-র সঙ্গে বনিবনা নিয়ে সমস্যা। কাজের দক্ষতা বাড়বে।

মিথুন

02 January 2025

কাছের মানুষরা বিপদে ফেলতে পারে। প্রয়োজনীয় কাজে ধৈর্য রাখতে হবে। শৃঙ্খলা বজায় রাখুন। ব্যক্তিগত খরচে রাশ টানতে হবে। দেনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট

02 January 2025

যোগাযোগের উপর জোর দিন। সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। হঠকারী কোনও সিদ্ধান্ত নেবেন না। পার্টনারের সঙ্গে সম্পর্ক মজবুত করুন।

সিংহ

02 January 2025

রুটিনে জোর দিন। অসতর্ক হয়ে কোনও কাজ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে থাকার চেষ্টা করুন। পেশাগত ক্ষেত্রে বিপর্যয় আসতে পারে।

কন্যা

02 January 2025

আবেগ নিয়ন্ত্রণে রাখুন। রুটিনে মন দিন। পরীক্ষার জন্য দিনটি ভালো। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। বেড়াতে যাওয়ার জন্য দিনটি শুভ নয়। দান করলে ভালো ফল মিলবে।

তুলা

02 January 2025

মানসিক চাপ অব্যাহত থাকতে পারে। পরিবারে তালমিল। কাজে ইতিবাচক ফল। সম্পদ বৃদ্ধি। বড়দের কথা শুনুন। অহং এড়িয়ে চলুন। সংযমী হোন।

বৃশ্চিক

02 January 2025

স্বাচ্ছন্দ্যে থাকুন। কাজে গতি আসবে। সম্পর্কে উন্নতি। কাজে সাফল্য অর্জন করবেন। দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ। পারিবারিক বিষয়ে আগ্রহ দেখান। ধৈর্য ধরুন। আলস্য ছাড়ুন। দ্বিধা দূর হবে।

ধনু

02 January 2025

পরিবারের সকলের কাছ থেকে সমর্থন পাবেন। কথা ও আচরণে মন জয় করবেন। দারুণ সুযোগ পাবেন। অতিথি আসতে পারেন। কাজ এগিয়ে নিয়ে যাবেন। কাজে ইতিবাচক থাকুন।

মকর

02 January 2025

নতুন কাজে সবার সহযোগিতা। ব্যক্তিত্বে থাকবে সারল্য। পারিবারিক বিষয়ে আগ্রহ। ইতিবাচক থাকবেন। কাঙ্ক্ষিত ফল। লক্ষ্যের দিকে এগোবেন। মূল্যবোধ ও ঐতিহ্যের ওপর জোর। জীবনযাত্রার মান উন্নত থাকবে।

কুম্

02 January 2025

বিনিয়োগ করুন। বিচক্ষণতার সঙ্গে এগিয়ে যাবেন। সম্পর্ক ভালো হবে। প্রয়োজনীয় কাজে গতি। কাছের মানুষের কাছ থেকে সহযোগিতা পাবেন। ব্যবসায়িক ভুল নয়। তর্কে জড়াবেন না।

মীন

02 January 2025

অর্থনৈতিক সমৃদ্ধি। লাভের যোগ। পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ। সুযোগ কাজে লাগান। কাঙ্ক্ষিত ফল। আয়-ব্যয় বাড়বে। গুরুত্বপূর্ণ কাজ দ্রুত শেষ করুন। চেষ্টা গতি পাবে।