কপালে?

কী আছে

02 September 2025

আজকের রাশিফল 02 September 2025 

মেষ

02 September 2025

কর্মক্ষেত্রে গতি বজায় রাখুন। পারিবারে সুখ। আত্মীয়স্বজনের সঙ্গে মতবিরোধ দূর হবে। বাড়বে কর্মক্ষমতা। প্রেমে আপনি সফল হবেন। দরকারি কাজ সারুন।

বৃষ

02 September 2025

কর্মক্ষেত্রে আপনি বিচক্ষণ হোন। খাওয়াদাওয়া ভালো রাখুন। কঠোর পরিশ্রমের ফল পাবেন। লেনদেনে সতর্ক হোন। বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। লাভ বেশি পাবেন না।

মিথুন

02 September 2025

সম্পর্কের মধ্যে আস্থা বৃদ্ধি। বন্ধুত্ব দৃঢ় হবে। সময়ের আগে লক্ষ্য অর্জন। কথাবার্তা এবং আচরণে ভারসাম্য রাখুন। লাভ বৃদ্ধি পাবে। ইতিবাচক ফল পাবেন। বিবাহিত জীবন সুখের।

কর্কট

02 September 2025

প্রিয়জনের যত্ন নিন। কাঙ্ক্ষিত সাফল্য অর্জন। দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে দেখা হবে। আলস্য ছাড়ুন। পরিবেশ অনুকূল থাকবে। দ্বিধা দূর হবে। কোথাও যাওয়ার আগে দশবার ভাববেন।

সিংহ

02 September 2025

স্বার্থপরতা নয়। কাজের গতি দ্রুত থাকবে। গুরুজনদের সঙ্গ থাকবে। নম্র ও বিচক্ষণ হোন। সক্রিয় থাকবেন। অন্যদের কাছ থেকে যা শুনবেন তা বিশ্বাস করবেন না।

কন্যা

02 September 2025

পরিবারে সুখ। আনন্দের মুহূর্ত। চাকরি ও ব্যবসায় তাল মিলিয়ে চলবেন। মিষ্টি আচরণ করুন। সকলের মন জয় করবেন। আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হবে। আনন্দদায়ক ভ্রমণের সম্ভাবনা।

তুলা

02 September 2025

সামাজিক কাজে আপনার অংশগ্রহণ বাড়বে। গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। কর্মক্ষেত্রে অসুবিধের মুখে পড়তে পারেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হবে। আলোচনায় অংশ নেবেন।

বৃশ্চিক

02 September 2025

পারিবারিক বিষয়ের সমাধান হবে। জীবনযাত্রার মান উন্নত হবে। সকালের দিকটা ভালো কাটবে। বিকেলের পর থেকে লেনদেন করবেন না। কাজে মনোযোগ দিন।

ধনু

02 September 2025

সম্পর্ক নিয়ে সচেতন থাকুন। একাধিক প্রেমের প্রস্তাব পেতে পারেন। আপনার কর্মদক্ষতায় অনেকে মুগ্ধ হবেন। সম্মানহানি হওয়ার ভয় থাকবে। সাবধানে চলাফেরা না করলে দুর্ঘটনা।

মকর

02 September 2025

কর্মক্ষেত্রে আপনাকে ভালো আচরণ বজায় রাখতে হবে। বাজেট করে তবেই এগোবেন। টাকা পয়সা লেনদেন নিয়ে অসুবিধে আসতে পারে। ঋণ শোধ করে তবেই বিনিয়োগে এগোন।

কুম্

02 September 2025

শত্রুদের কাছে রাখার চেষ্টা করুন। ইচ্ছের সঙ্গে কাজ করুন। একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে বেড়াতে যেতে পারেন। ধ্যান করলে সুফল পাবেন। আপনার সিদ্ধান্ত অনেকের জীবনকে প্রভাবিত করবে।

মীন

02 September 2025

আত্মসম্মানে আঘাত লাগবে। গাড়ি কিনতে পারেন। পেশাদার জীবন ভালো কাটবে না। চলতি সপ্তাহটা ব্যবসায়ীদের জন্য ভালো না। টাকা পয়সা বেশি খরচ হতে পারে।