কপালে?

কী আছে

03 October 2025

আজকের রাশিফল 03 October 2025 

মেষ

03 October 2025

প্রতিযোগিতা বাড়বে। কাজের ক্ষেত্রে দক্ষতার পরিচয় দেবেন। পজিশন ঠিক রাখুন। হঠাৎ রাগ দেখানো থেকে বিরত থাকতে হবে। যেখানে সেখানে যাবেন না। পরিবারে অশান্তি।

বৃষ

03 October 2025

কর্মক্ষেত্রে আর্থিক লাভ হবে। কোথাও বেড়াতে যেতে পারেন। ফ্যামিলি প্ল্যান করতে পারেন। স্ত্রীকে সময় দিন। ডাক্তারের কাছে টাকা খরচ হবে। সম্পত্তি বাড়বে। লেনদেন হতে পারে।

মিথুন

03 October 2025

প্রিয়জনের সঙ্গে দেখা হবে। দান ধ্যান করবেন। পরিবারের সদস্যরা আপনার থেকে উপহার পাবেন। গল্প আড্ডাসহ দিন কাটবে। খাওয়া দাওয়া ভালো হবে।

কর্কট

03 October 2025

শরীর ভালো থাকবে। বিকেলের পর থেকে সময় ভালো যাবে না। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কাজের ক্ষেত্রে সদর্থক থাকুন। পরিকল্পনা অনুযায়ী চলতে হবে। খরচ অনেক বাড়বে।

সিংহ

03 October 2025

পরিবারে সুখ। কঠোর পরিশ্রমে ফল লাভ। লক্ষ্য অর্জন করবেন। বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। ব্যবসায় উন্নতি। গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনুসরণ করবেন।

কন্যা

03 October 2025

তুলা

03 October 2025

পরিবারে সুখ থাকবে। কঠোর পরিশ্রম করলে সুফল। লক্ষ্য অর্জন করবেন। বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। ব্যবসায় উন্নতি। গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনুসরণ করবেন। দিনটা ভালো যাবে।

বৃশ্চিক

03 October 2025

বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন। নেতৃত্বের ক্ষমতা বাড়বে। কাজে সতর্ক হোন। কাজে ধারাবাহিকতা ধরে রাখুন। গুরুত্বপূর্ণ কাজগুলি সময়মতো শেষ করুন। পরিস্থিতি মিশ্র হবে।

ধনু

03 October 2025

পরিস্থিতি ইতিবাচক থাকবেন। কাজে প্রত্যাশিত ফল। আটকে থাকা বিষয় গতি পাবে। সহকর্মীদের সমর্থন পাবেন। চাকরি ও ব্যবসায় শুভ ফল। বেড়াতে যাওয়ার যোগ।

মকর

03 October 2025

গুরুত্বপূর্ণ কাজগুলি সময়মতো শেষ করুন। কাজে সক্রিয় থাকবেন। সুযোগ কাজে লাগান। ব্যবসা মাঝারি হবে। লেনদেনে নিয়ম মেনে চলুন। অতিরিক্ত পরিশ্রম এবং চাপ এড়ান।

কুম্

03 October 2025

সময়ের গতি থাকবে। বিচক্ষণ হোন। পরিকল্পনায় এগিয়ে থাকবেন। বিভিন্ন বিষয়ে সমর্থন পাবেন। কাজে সফল হবেন। কাজের ফল অনুকূলে থাকবে। লাভ বৃদ্ধি। দান করলে সুফল।

মীন

03 October 2025

সুস্থ থাকবেন। চাকরি ও ব্যবসায় সুযোগ তৈরি হবে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সক্রিয় হোন। ইতিবাচক আচরণে সকলকে মুগ্ধ করবেন। আর্থিক বিষয়গুলি অনুকূল থাকবে।