আজ কেমন কাটবে দিন?

04 February 2025

আজকের রাশিফল 04 February 2025 

মেষ

04 February 2025

কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুদের থেকে সাবধান। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। অম্বল-জাতীয় সমস্যা বাড়তে পারে।

বৃষ

04 February 2025

পিতার জন্য ভাল কিছু ব্যবস্থা গ্রহণ। নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। দাম্পত্য কলহের কারণে মনঃকষ্ট।

মিথুন

04 February 2025

প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। অনেক দিনের আশা পূরণে বাধা। ডায়াবিটিস নিয়ে কষ্ট বৃদ্ধি।

কর্কট

04 February 2025

কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে।

সিংহ

04 February 2025

শরীরের কোনও ক্ষত থেকে জ্বালা-যন্ত্রণা বাড়তে পারে। পাওনা আদায়ে অশান্তি হতে পারে। দাম্পত্য কলহের কারণে মর্মপীড়া। পড়াশোনায় শুভ পরিবর্তন।

কন্যা

04 February 2025

ব্যবসায় চাপ বাড়তে পারে। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত।

তুলা

04 February 2025

গুরুত্বপূর্ণ কাজগুলি সময়ের মধ্যে শেষ করুন। কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতি। পরিস্থিতি চ্যালেঞ্জিং। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যক্তিগত অর্জনের দিকে মনোনিবেশ করুন। অপ্রয়োজনীয় উৎসাহ এড়ান। ঝুঁকিপূর্ণ কাজ এড়ান।

বৃশ্চিক

04 February 2025

বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের সমর্থন পাবেন। উৎসাহ এবং মনোবল নিয়ে এগোবেন। শারীরিক অস্বস্তি দূর হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে মন দিন। লক্ষ্যের উপর মনোযোগ। পরিবারের সঙ্গে সময় কাটাবে। ইতিবাচক থাকবেন। পারফরম্যান্সে উন্নতি।

ধনু

04 February 2025

পরিবারে সুখ। প্রিয়জনদের সঙ্গে ভ্রমণে যাবেন। অতিথির আগমন সম্ভব। কাজ গতি পাবে। সংকীর্ণতা এড়ান। তর্ক-বিতর্কে জড়াবেন না। আনন্দের মুহূর্ত তৈরি হবে। গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ।

মকর

04 February 2025

গুরুত্বপূর্ণ কাজে সক্রিয় থাকবেন। বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকবেন। লক্ষ্যের দিকে মন দেবেন। কাজে গতি থাকবে। আপনি সাফল্য পাবেন।

কুম্

04 February 2025

পরিবারে আনন্দের পরিবেশ। প্রিয়জনের কাছ থেকে সুখ পাবেন। সকলের মন জয় করবেন। কাজ এগিয়ে নিয়ে যাবেন। অতিথি আগমন সম্ভব। পরিবারে সুখ ও সমৃদ্ধি। কাজে ভালো পারফরম্যান্স। বন্ধুরা সহযোগিতা করবে।

মীন

04 February 2025

মীন- কাজে ইতিবাচক থাকবেন। বিনয়ী হোন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। কাছের মানুষের কাছ থেকে সহযোগিতা পাবেন। দরকারি কাজ সারবেন। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি।