আজ কেমন কাটবে দিন?

04 January 2025

আজকের রাশিফল 04 January 2025 

মেষ

04 January 2025

চাকরির শুভ যোগাযোগ আসতে পারে। পিতার সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপ। প্রিয়জনের সঙ্গলাভে আনন্দ। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পেটের সমস্যা হতে পারে।

বৃষ

04 January 2025

বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট। পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারেন।

মিথুন

04 January 2025

সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসায় উন্নতির ইঙ্গিত। চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা। কোনও আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাধতে পারে।

কর্কট

04 January 2025

একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ ঘটতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। খেলাধুলার জন্য উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে।

সিংহ

04 January 2025

বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রুজয় সম্ভব হবে। ভাই-বোনে সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন।

কন্যা

04 January 2025

প্রেমে আনন্দ লাভ। বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ। শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে।

তুলা

04 January 2025

বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে। বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে। কাজের টার্গেট পূরণ করতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটা ভালো। পরিকল্পনা মোতাবেক এগিয়ে যান।

বৃশ্চিক

04 January 2025

শরীর খারাপ হতে পারে। চিকিৎসা খাতে খরচ বাড়তে পারে। লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। লাভবান হবেন।

ধনু

04 January 2025

সামাজিক কাজে অংশ নিন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে। পড়ে থাকা কাজ সম্পন্ন করবেন। ভ্রমণের সম্ভাবনা আছে। আত্মীয়দের বাড়ি যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর

04 January 2025

পারিবারিক ব্যবসায় মন দিন। আজ আকর্ষণীয় অফার পেতে পারেন। দায়িত্ব থেকে পালাবেন না। প্রতিবেশীদের সঙ্গে সদভাব বজায় রাখুন।

কুম্

04 January 2025

সম্মান ও প্রতিপত্তি বাড়বে। অন্যজন আপনার দ্বারা প্রভাবিত হবেন। নতুন কাজে হাত দিতে পারেন। নেতৃত্বের ক্ষমতা বাড়বে। শান্ত থাকুন।

মীন

04 January 2025

আজ দেনা হতে পারে। লেনদেনে সতর্ক থাকতে হবে। দিনটা তেমন ভালো নয়। কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। সুযোগের জন্য অপেক্ষা করুন।