কপালে?

কী আছে

04 October 2025

আজকের রাশিফল 04 October 2025 

মেষ

04 October 2025

প্রতিযোগিতা বাড়বে। কাজের ক্ষেত্রে দক্ষতার পরিচয় দেবেন। পজিশন ঠিক রাখুন। হঠাৎ রাগ দেখানো থেকে বিরত থাকতে হবে। যেখানে সেখানে যাবেন না। পরিবারে অশান্তি।

বৃষ

04 October 2025

কর্মক্ষেত্রে আর্থিক লাভ হবে। কোথাও বেড়াতে যেতে পারেন। ফ্যামিলি প্ল্যান করতে পারেন। স্ত্রীকে সময় দিন। ডাক্তারের কাছে টাকা খরচ হবে। সম্পত্তি বাড়বে। লেনদেন হতে পারে।

মিথুন

04 October 2025

প্রিয়জনের সঙ্গে দেখা হবে। দান ধ্যান করবেন। পরিবারের সদস্যরা আপনার থেকে উপহার পাবেন। গল্প আড্ডাসহ দিন কাটবে। খাওয়া দাওয়া ভালো হবে।

কর্কট

04 October 2025

শরীর ভালো থাকবে। বিকেলের পর থেকে সময় ভালো যাবে না। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কাজের ক্ষেত্রে সদর্থক থাকুন। পরিকল্পনা অনুযায়ী চলতে হবে। খরচ অনেক বাড়বে।

সিংহ

04 October 2025

পরিবারে সুখ। কঠোর পরিশ্রমে ফল লাভ। লক্ষ্য অর্জন করবেন। বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। ব্যবসায় উন্নতি। গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনুসরণ করবেন।

কন্যা

04 October 2025

তুলা

04 October 2025

সবার সঙ্গে যোগাযোগ বাড়ান। কাজের প্রচেষ্টা চালিয়ে যান। কেরিয়ার ও ব্যবসায় অবনতি হতে পারে। প্রেমে বিচ্ছেদের সম্ভাবনা। মনের ইচ্ছে পূরণ হবে। প্রতিযোগিতায় পড়তে হবে।

বৃশ্চিক

04 October 2025

মনের কথা সবার সঙ্গে শেয়ার করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গেও মতবিরোধ হতে পারে। গুরুজনদের বিশ্বাস করুন। বিনিয়োগ করবেন না। বেড়াতে যাওয়ার আগে পরামর্শ নিন।

ধনু

04 October 2025

টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। লেনদেনে সতর্ক থাকুন। বাইরের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখুন। সাহসের সঙ্গে কাজ করলে সাফল্য। ঈশ্বরে বিশ্বাস রাখুন।

মকর

04 October 2025

সম্পত্তি বাড়বে। পারিবারিক ব্যবসা ভালো চলবে। বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে। মা-বাবা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। বাইরের লোকজনের সঙ্গে পরিচয় বাড়তে পারে।

কুম্

04 October 2025

প্রিয়জনদের নিয়ে মিলিত হবেন। বাসে ট্রেনে সাবধানে যাতায়াত করুন। অপ্রত্যাশিতভাবে পুরোনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপনার বুদ্ধির প্রশংসা করবেন অনেকে।

মীন

04 October 2025

খ্যাতির শীর্ষে থাকবেন। দক্ষতার সঙ্গে কাজ পরিচালনা করুন। গাড়ি কিনতে পারেন। বিনিয়োগ বুঝে করতে হবে। প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করবেন। পেশাদারিত্ব বজায় রাখতে হবে।