কপালে?

কী আছে

05 December 2024

আজকের রাশিফল 05 December 2024 

মেষ

05 December 2024

শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে।

বৃষ

05 December 2024

মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দাম্পত্য কলহ। ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ হতে পারে। সম্মানপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে।

মিথুন

05 December 2024

সাংসারিক সমস্যা মিটে যাবে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীদের চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন।

কর্কট

05 December 2024

গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ করা যাবে। সন্তানদের কাজে গর্ববোধ। প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত ঘটতে পারে। অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে। পুরনো ব্যথা বাড়তে পারে।

সিংহ

05 December 2024

প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভাল হবে। চক্ষুপীড়ার যোগ। কোনও ভাল চিন্তা আপনাকে সারা দিন আচ্ছন্ন রাখবে। ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল।

কন্যা

05 December 2024

বাড়িতে আত্মীয়ের সমাবেশ হতে পারে। নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন। সামাজিক কাজে বেশি না জড়ানোই শ্রেয়, মানহানির আশঙ্কা।

তুলা

05 December 2024

সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। বড়দের সাহায্য পাবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। সাহসের সঙ্গে কাজ করুন। অল্প দূরত্বের কোথাও যেতে পারেন।

বৃশ্চিক

05 December 2024

পরিবারে ভালো সময় কাটাবেন। কাজে অগ্রগতি রয়েছে। লাল রঙের পোশাক পরলে দিন ভালো যেতে পারে। ইচ্ছে অনুযায়ী পরিচালিত হতে পারবেন। অফার পেতে পারেন।

ধনু

05 December 2024

কাজের ব্যাপারে এগিয়ে থাকবেন। সহকর্মীরা সাহায্য করবেন। শিল্পীদের জন্য দিনটা ভালো। ব্যবসায় উন্নতি হবে। সম্পর্কের ক্ষেত্রে সক্রিয়তা বজায় থাকবে। মনোবল বাড়বে।

মকর

05 December 2024

সতর্ক থাকুন। রাস্তায় বিপদ হতে পারে। বাড়িতে অশান্তির সম্ভাবনা রয়েছে। আকস্মিক কোনও খবর পেতে পারেন। শো অফ করবেন না। বিনয়ী থাকুন। ভেবেচিন্তে এগোবেন।

কুম্

05 December 2024

দিনটি ভালো। বিনিয়োগ করলে মুনাফা করতে পারবেন। হঠাৎ সিদ্ধান্ত নিতে হতে পারে। পিছপা হবেন না। লেনদেনের ব্যাপারে একটু সতর্ক থাকুন। আয়ের নতুন উৎস তৈরি হবে।

মীন

05 December 2024

দিনটি তেমন ভালো নয়। বিনিয়োগ থেকে সতর্ক থাকুন। ভ্রমণে যেতে পারেন। মনোমালিন্য লেগে থাকতে পারে সঙ্গীর সঙ্গে। কথাবার্তায় পরিমিতি বোধ নিয়ে আসুন। অযথা রেগে যাবেন না।