আজ কী আছে ভাগ্যে?

05 February 2025

আজকের রাশিফল 05 February 2025 

মেষ

05 February 2025

শত্রু থেকে সাবধান। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। অম্বল-জাতীয় সমস্যা বাড়তে পারে। পিতার জন্য ভাল কিছু ব্যবস্থা নিতে হতে পারে।

বৃষ

05 February 2025

প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। অনেক দিনের আশা পূরণে বাধা। ডায়াবিটিস নিয়ে কষ্ট বৃদ্ধি।

মিথুন

05 February 2025

কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে।

কর্কট

05 February 2025

কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে।

সিংহ

05 February 2025

ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ হতে পারে। বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা। চাকরির স্থানে চাপ বাড়তে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন।

কন্যা

05 February 2025

গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

তুলা

05 February 2025

কর্মহীন থাকতে পারেন। দূরে কোথাও যাওয়ার যোগ রয়েছে। বাড়িতে বিকেলের পর থেকে অশান্তি। বাক্য ব্যবহারে সংযত থাকতে হবে। কাজ থেকে পালাবেন না।

বৃশ্চিক

05 February 2025

একাধিক সূত্র থেকে অর্থলাভের যোগ। আজ বিনিয়োগের সেরা দিন। প্রিয়জনকে বিশ্বাস করুন। দায়িত্ব থেকে পালাবেন না। খরচ করতে হবে পরিমিত।

ধনু

05 February 2025

খাওয়া দাওয়া বুঝে শুনে করুন। মানসিক চাপ আসতে চলেছে। দাম্পত্য কলহ লেগে থাকবে। এই সপ্তাহটা খারাপ যাওয়ার সম্ভাবনা। সন্তানের জন্য টাকা জমান।

মকর

05 February 2025

বিদ্যার্থীদের জন্য দিনটা ভালো। লেখাপড়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সৃজনশীল ব্যক্তিরা বড়সড় সিদ্ধান্ত নেবেন। সংসারে অমঙ্গল হতে পারে।

কুম্

05 February 2025

কর্মক্ষেত্রে আশানুরূপ উন্নতি। ব্যবসায় উন্নতি। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। ভগবানের নাম জপ করুন। গুরুর কাছে দীক্ষা নেওয়ার এটাই উপযুক্ত টাইম।

মীন

05 February 2025

আজ প্রাপ্তির যোগ রয়েছে। সামাজিক কাজে আগ্রহ দেখাবেন। সুনাম বাড়বে। নতুন কাজে যোগ দিতে পারেন। খরচ বাড়বে। বিকেলের পর থেকে সাবধানে থাকতে হবে।