কপালে?
কী আছে
05 September 2025
05 September 2025
ব্যবসায় বিবাদ হতে পারে। সম্মানপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে। বেড়াতে যাওয়া বাতিল হতে পারে।
05 September 2025
প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ করা যাবে। সন্তানদের কাজে গর্ববোধ। শরীার খারাপ হতে পারে।
05 September 2025
ভালো চিন্তা আপনাকে সারা দিন আচ্ছন্ন রাখবে। ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো। বাড়িতে আত্মীয় আসতে পারে। মেধা প্রকাশের সুযোগ পাবেন।
05 September 2025
সব কাজ ভালোভাবে এগোবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে।
05 September 2025
যানবাহন চালানোয় বাড়তি সতর্কতা রাখুন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ। মন্দিরে গেলে মনোবাসনা পূর্ণ হতে পারে।
05 September 2025
কাজে মনোযোগ থাকবে। তাড়াহুড়ো করবেন না। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক। সতর্ক হোন। সিনিয়রদের সম্মান করবেন। ধৈর্য ধরুন।
05 September 2025
সামাজিক মর্যাদা। কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। কাজে সকলে মুগ্ধ হবেন। সকলের সহযোগিতা পাবেন। পাবেন সুসংবাদ। নতুন দায়িত্ব পাবেন।
05 September 2025
পারিবারে সুখ। চাকরি ও ব্যবসায় সাফল্য। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। কাজে উৎসাহ। বাড়িতে শান্তি এবং সুখ। অতিথিরা আসতে পারেন।
05 September 2025
আত্মবিশ্বাস তুঙ্গে। কথাবার্তা এবং আচরণে মিষ্টতা রাখুন। গুরুত্বপূর্ণ কাজ সারবেন। ব্যক্তিত্ব শক্তিশালী হবে। আটকে থাকা কাজে গতি।
05 September 2025
খরচ বাড়বে। আর্থিক চাপ। বিনিয়োগের পরিকল্পনায় সাফল্য। ভুল এড়ান। শত্রুদের থেকে সাবধান হোন। চাকরি ও ব্যবসা মসৃণ থাকবে।
04 September 2025
পেশাগত বিষয়গুলিতে সাফল্য। প্রত্যাশার চেয়ে লাভ ভালো হবে। গুরুত্বপূর্ণ কাজ সারবেন। সহকর্মীরা মুগ্ধ হবেন। খরচে নিয়ন্ত্রণ রাখুন।