কপালে?

কী আছে

06 April 2025

আজকের রাশিফল 06 April 2025 

মেষ

06 April 2025

গুরুত্বপূর্ণ বিষয়ে তাড়াহুড়ো নয়। পরিবারে সুখ। আবেগের বশে সিদ্ধান্ত নয়। কথাবার্তায় মাধুর্য রাখুন। বড়দের সঙ্গ পাবেন। কারওর অপ্রয়োজনীয় হস্তক্ষেপ এড়ান।

বৃষ

06 April 2025

অনুকূল পরিবেশ। কাজে সাফল্য অর্জন। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ। ঋণ এড়ান। আলস্য ত্যাগ করুন। পরিবেশ অনুকূল থাকবে। সুযোগের সদ্ব্যবহার করুন। দ্বিধা দূর হবে।

মিথুন

06 April 2025

পরিবারে আনন্দের মুহূর্ত। বাড়িতে উৎসবমুখর পরিবেশ। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি। চাকরি ও ব্যবসায় উন্নতি। মিষ্টি আচরণ করুন। সবার মন জয় করবেন। অতিথিদের আগমন। বড় চিন্তা করবেন।

কর্কট

06 April 2025

আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে। আনন্দে দিন কাটবে। রক্তের সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রিয়জনদের সঙ্গে দেখা হবে। লাভ বাড়বে। চাকরি এবং ব্যবসায় উন্নতি। লক্ষ্য অর্জন।

সিংহ

06 April 2025

পরিকল্পনা অনুযায়ী ব্যয় করুন। খরচের ব্যাপারে সতর্ক হোন। স্বাচ্ছন্দ্যে এগিয়ে যান। ভ্রমণের সম্ভাবনা। তাড়াহুড়ো করবেন না। দায়িত্বশীল আচরণ করুন। কাজের প্রতি সতর্ক হোন।

কন্যা

06 April 2025

পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। কর্মজীবন এবং ব্যবসায় সাফল্য। আয়ের উৎস তৈরি হবে। দ্বিধা দূর হবে। অর্থনৈতিক সাফল্য। কাজ গতি পাবে। দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন। কাঙ্ক্ষিত ফল অর্জন।

তুলা

06 April 2025

কাজ অনুকূলে থাকবে। সবাই সহযোগিতা করবেন। চাকরি ও ব্যবসায় শুভ ফল। চারিদিকে মঙ্গল থাকবে। আরামদায়ক পরিস্থিতি। লক্ষ্য অর্জন করবেন। চাকরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি।

বৃশ্চিক

06 April 2025

ভাগ্যের কৃপায় লক্ষ্য অর্জন। সকল বিষয়ে উন্নতি। আত্মবিশ্বাস বাড়বে। সাফল্য অর্জন করবেন। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। পরিকল্পনার বাস্তবায়ন। দ্রুত এগিয়ে যাবেন। পরিবারে সুখ।

ধনু

06 April 2025

অলস হবেন না। সাফল্য থাকবে। লোভে পা দেবেন না। তাড়াহুড়ো করবেন না। অতিরিক্ত ওজন তুলবেন না। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন। ঝুঁকিপূর্ণ কাজ এড়ান। বড়দের কথা শুনুন।

মকর

06 April 2025

কথাবার্তায় সতর্ক হোন। কাজের দিকে মন দিন। পরিকল্পনা গতি পাবে। কাজে সাফল্য। ব্যবসায় লাভ বাড়বে। বিবাহিত জীবন সুখের। বড় লক্ষ্য অর্জন।

কুম্

06 April 2025

কঠোর পরিশ্রমের ফল পাবেন। চাকরিজীবীরা ভালো করবেন। বাধাগুলি দূর হবে। লেনদেনে সতর্ক হোন। বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ থাকবে। বিভ্রান্ত হবেন না। ধার এড়িয়ে চলুন।

মীন

06 April 2025

পরিবারে সুখ, সমৃদ্ধি এবং স্বাচ্ছন্দ্য। গুরুজনদের প্রতি আনুগত্য রাখুন। ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি। প্রেমে সফল হবেন। বুদ্ধিমত্তা দিয়ে সিদ্ধান্ত নিন।