আজ কী আছে ভাগ্যে?

06 February 2025

আজকের রাশিফল 06 February 2025 

মেষ

06 February 2025

বাবার সঙ্গে দরকারি আলোচনা থাকলে সেরে ফেলুন। মনে কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি হতে পারে। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সন্তানের আচরণে বদল লক্ষ করবেন।

বৃষ

06 February 2025

হাঁটুতে বা পায়ে ব্যথা হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। দাম্পত্য কলহ বাধতে পারে। নতুন যানবাহন কেনার পরিকল্পনা। হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে।

মিথুন

06 February 2025

সহকর্মীর দুর্ব্যবহারে কর্মস্থানে বিড়ম্বনা। নতুন কিছুর প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সন্তানের বায়নায় নাজেহাল হতে হবে। বিবাহের শুভ যোগ রয়েছে।

কর্কট

06 February 2025

উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতর বিদ্যায় অগ্রগতির যোগ। বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে। অনেক দিনের পড়ে থাকা রোগ ফেলে না রাখাই শ্রেয়। একা থাকতে ভাল লাগবে।

সিংহ

06 February 2025

কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন। কর্মে একটু বাধা লক্ষ করা যাচ্ছে। আপনার বিশ্বাসে কেউ আঘাত দিতে পারেন।

কন্যা

06 February 2025

সপরিবার ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। বাড়তি আয়ের পরিমাণ ভাল থাকবে। সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে। নববিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।

তুলা

06 February 2025

কঠোর পরিশ্রম করতে হবে। কাজে মনোনিবেশ করুন। চাকরি ও ব্যবসায় লাভ। কাজের সম্পর্ক মজবুত হবে। ব্যবসায়িক বিষয়ে গতি আসবে। ব্যবসায় লাভ। কাজে অতিরিক্ত সতর্ক থাকুন।

বৃশ্চিক

06 February 2025

শুভ সময়। প্রেমের সম্পর্কে বাধা আসবে। বুদ্ধিমত্তা দিয়ে কাজ করুন। প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করুন। খরচ নিয়ন্ত্রণ করুন। শৃঙ্খলা মেনে চলুন। বড় করে ভাবুন।

ধনু

06 February 2025

ব্যক্তিগত বিষয়ে মনোযোগ দিন। ব্যবসা ভালো হবে। তাড়াহুড়ো এড়িয়ে চলুন। তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। গুরুত্বপূর্ণ বিষয়ে তৎপরতা থাকবে। আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন।

মকর

06 February 2025

পরিবারে সুখ। মানসিক বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করুন। আলস্য ত্যাগ করুন। চাকরি ও ব্যবসায় শুভ ফল পাবেন। কাজ শেষ হবে। পরিবারে আনন্দ ও উদ্দীপনা থাকবে।

কুম্

06 February 2025

ব্যক্তিগত বিষয়ে মনোযোগ বাড়বে। পরিবারে সুখ ও আনন্দ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি। লাভের সুযোগ। লক্ষ্য অর্জন করবেন। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন। আত্মীয়দের সহযোগিতা থাকবে।

মীন

06 February 2025

আনন্দে সময় কাটবে। মনোবল থাকবে তুঙ্গে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নয়। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখুন। ব্যক্তিগত জীবনে আনন্দ ও সুখ।