আজ কেমন কাটবে দিন?

07 February 2025

আজকের রাশিফল 07 February 2025 

মেষ

07 February 2025

বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ। শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে।

বৃষ

07 February 2025

সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চ পদের কোনও চাকরির খোঁজ আসতে পারে।

মিথুন

07 February 2025

কুকথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষচর্চায় আনন্দ লাভ। শরীরে কষ্ট বৃদ্ধি। কোনও স্ত্রীলোকের দ্বারা ক্ষতির আশঙ্কা। টাকাপয়সা বুঝে খরচ করুন, অধিক ব্যয়ের আশঙ্কা।

কর্কট

07 February 2025

আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সন্তানের ব্যবহারে মনঃকষ্ট। বাড়িতে কোনও সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তিলাভ। কোমরের যন্ত্রণা বাড়তে পারে।

সিংহ

07 February 2025

আজ স্ত্রীর কোনও কাজ আপনাকে অবাক করবে। নিজের কাজের প্রতি গর্ববোধ হবে। জ্বর-জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। গৃহনির্মাণের পরিকল্পনা সফল হবে।

কন্যা

07 February 2025

পড়াশোনায় সুনাম বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা। ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি।

তুলা

07 February 2025

কঠোর পরিশ্রম করতে হবে। কাজে মনোনিবেশ করুন। চাকরি ও ব্যবসায় লাভ। কাজের সম্পর্ক মজবুত হবে। ব্যবসায়িক বিষয়ে গতি আসবে। ব্যবসায় লাভ। কাজে অতিরিক্ত সতর্ক থাকুন।

বৃশ্চিক

07 February 2025

শুভ সময়। প্রেমের সম্পর্কে বাধা আসবে। বুদ্ধিমত্তা দিয়ে কাজ করুন। প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করুন। খরচ নিয়ন্ত্রণ করুন। শৃঙ্খলা মেনে চলুন। বড় করে ভাবুন।

ধনু

07 February 2025

ব্যক্তিগত বিষয়ে মনোযোগ দিন। ব্যবসা ভালো হবে। তাড়াহুড়ো এড়িয়ে চলুন। তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। গুরুত্বপূর্ণ বিষয়ে তৎপরতা থাকবে। আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন।

মকর

07 February 2025

পরিবারে সুখ। মানসিক বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করুন। আলস্য ত্যাগ করুন। চাকরি ও ব্যবসায় শুভ ফল পাবেন। কাজ শেষ হবে। পরিবারে আনন্দ ও উদ্দীপনা থাকবে।

কুম্

07 February 2025

ব্যক্তিগত বিষয়ে মনোযোগ বাড়বে। পরিবারে সুখ ও আনন্দ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি। লাভের সুযোগ। লক্ষ্য অর্জন করবেন। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন। আত্মীয়দের সহযোগিতা থাকবে।

মীন

07 February 2025

আনন্দে সময় কাটবে। মনোবল থাকবে তুঙ্গে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নয়। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখুন। ব্যক্তিগত জীবনে আনন্দ ও সুখ।