আজ কেমন কাটবে দিন?

08 August 2025

আজকের রাশিফল 08 August 2025 

মেষ

08 August 2025

কর্মস্থানের পরিবর্তন হতে পারে। বাড়তি খরচের যোগ রয়েছে। কাজ নিয়ে নীতিগত বিবাদ। বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে।

বৃষ

08 August 2025

খরচ বাড়তে পারে। বাড়িতে খারাপ খবর আসার সম্ভাবনা। মাথার যন্ত্রণা হতে পারে। অতিরিক্ত কথায় অশান্তি বাধতে পারে।

মিথুন

08 August 2025

দুপুরের পরে কারও প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে। ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভাল হবে।

কর্কট

08 August 2025

ব্যবসা ভালো হবে। দায়িত্ব পালন করবেন। ধৈর্য রাখুন। ভালো খবর পেতে পারেন। দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন। কাঙ্ক্ষিত সাফল্য। বড় চিন্তা করবেন।

সিংহ

08 August 2025

কোনও বন্ধুর ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে। দাম্পত্য অশান্তিতে কোনও ক্ষতি হয়ে যেতে পারে। বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি।

কন্যা

08 August 2025

সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন।

তুলা

08 August 2025

পশুপাখি নিয়ে আনন্দ পেতে পারেন। সংসারের জন্য ব্যয় বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি।

বৃশ্চিক

08 August 2025

মানসিক অস্থিরতা তৈরি হওয়ার আগে নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। পাওনা উদ্ধার করতে সক্ষম হবেন। কেনাকাটা করতে গিয়ে খরচ বাড়তে পারে।

ধনু

08 August 2025

মানসিক স্বচ্ছ্বতা বজায় রাখুন। হতাশ হবেন না। সঙ্গী অপমান করতে পারে। নিজের আগেব নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসায়ীদের জন্য দিনটা ভালো নয়।

মকর

08 August 2025

শরীর খারাপ হতে পারে। আজ প্রশংসা পাবেন। ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন। স্ত্রী ইচ্ছাকৃতভাবে আঘাত করতে পারে। পরিবারে বিবাদ বাড়বে।

কুম্

08 August 2025

কারও কথা মতো চলবেন না। নিজে সিদ্ধান্ত নিন। প্রয়োজনে গুরুদেবের কাছে যান। অন্যজনের সঙ্গে মনোমালিন্য হলে ফল ভুগতে পারেন। আনন্দ থাকবে না জীবনে।

মীন

08 August 2025

অতীতের কাজের জন্য পস্তাতে পারেন। ব্যবসায়ীরা উন্নতি করবেন। কঠোর পরিশ্রমের পুরস্কার পাবেন। পরবর্তী ক্ষেত্রে লাভবান হবেন।