আজ কী আছে ভাগ্যে?

08 January 2025

আজকের রাশিফল 08 January 2025 

মেষ

08 January 2025

প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা হতে পারে। আন্ত্রিক-জাতীয় রোগে ভোগান্তি হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে।

বৃষ

08 January 2025

ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন

08 January 2025

সমাজসেবার কাজে শান্তিলাভ। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তিলাভ। পারিবারিক সমস্যায় মানসিক অবসাদের যোগ। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয় হবে।

কর্কট

08 January 2025

হজমের গন্ডগোল বা পেটের সমস্যা হতে পারে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন।

সিংহ

08 January 2025

অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে।

কন্যা

08 January 2025

পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারও দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে— সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে।

তুলা

08 January 2025

পেশাগত বিষয়ে ভুল করা এড়িয়ে চলুন। চোখ বুজে সবাইকে বিশ্বাস করবেন না। সামর্থ্য অনুযায়ী কাজ নিন। সংসারে শান্তি থাকবে। সাবধানে চলাফেরা করতে হবে।

বৃশ্চিক

08 January 2025

আপনার কর্মক্ষমতা অনেককে প্রভাবিত করবে। প্রমোশন হতে পারে। ব্যবসাতেও সাফল্য আছে। বন্ধুরা পাশে থাকবে। পেশাগত ক্ষেত্রে উন্নতি। একাধিক চুক্তি সম্পন্ন হতে পারে।

ধনু

08 January 2025

সৃজনশীল কাজে মনোযোগ বাড়বে। নিয়ম মেনে কাজ করতে হবে। সংবেদনশীল হোন। বন্ধুত্ব ও প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে। বড়দের কাছ থেকে পরামর্শ নেবেন।

মকর

08 January 2025

নিজের দিকে ফোকাস রাখুন। হঠাৎ কোনও সিদ্ধান্ত নেবেন না। বিনিয়োগ থেকে বিরত থাকুন। কোথাও যাওয়ার চিন্তা না করা ভালো। দিনটা খুব ভালো যাবে না।

কুম্

08 January 2025

ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন। আজ লাভের মুখ দেখবেন। প্রিয়জনদের সঙ্গে সময় কাটবে। বাড়িতে অতিথি আসতে পারে। যোগাযোগ উন্নত করতে হবে।

মীন

08 January 2025

মামলা-মোকদ্দমারক জালে জড়াতে পারেন। প্রথমার্ধের সময় ভালো না গেলেও বিকেলের পর থেকে ভালো কাটবে। আত্মীয়রা সাহায্য করবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।