কপালে?

কী আছে

08 September 2025

আজকের রাশিফল 08 September 2025 

মেষ

08 September 2025

টাকা পয়সার বিষয়ে সামলে চলুন। কর্মক্ষেত্রে ম্যানেজমেন্টের কারণে বিপদে পড়তে পারেন। বন্ধুরা পাশে থাকবে না। প্রতিযোগিতা বাড়বে। ব্যবসার কাজে এগিয়ে যাবেন।

বৃষ

08 September 2025

যোগ্য লোকের কাছে মনের কথা বলুন। উলুবনে মুক্ত ছড়ালে বিপদ। শত্রুদের থেকে সাবধান। সম্পর্কের উন্নতি। ব্যবসায় মুনাফা বাড়বে। কাজের পরিবেশ উন্নত হবে। দক্ষতা বাড়ালে ভবিষ্যৎ ভালো।

মিথুন

08 September 2025

ভাগ্যের জোরে অনেকটা এগিয়ে যাবেন। ধর্মীয় কাজে আপনার মনোযোগ বাড়বে। টিম ওয়ার্কে জোর দিন। একা কোনও সিদ্ধান্ত নেবেন না। পরিবারে অশান্তি হতে পারে। পরিকল্পনা করে এগোবেন।

কর্কট

08 September 2025

লাভের শতাংশ একই থাকবে। পরিশ্রম করুন তবে প্রয়োজনে। গবেষণামূলক কাজে বেশি সময় দিন। সব ব্যাপারে নাগ গলাবেন না। রুটিন মোতাবেক চলুন। বুঝে কথা বলুন।

সিংহ

08 September 2025

সিনিয়রদের পরামর্শ পাবেন। খাওয়া দাওয়া নিয়ে সচেতন থাকতে হবে। মনের শান্তির জন্য ধ্যান করুন। ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সঞ্চয়ে মন দিন। অহেতুক খরচ থেকে বিরত থাকুন।

কন্যা

08 September 2025

সময়ে কাজ শেষ করতে হবে। গোপন কথা গোপন রাখুন। টাকা পয়সা নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। সিস্টেমের প্রতি আস্থা রাখতে হবে। বাইরের লোকজনকে বিশ্বাস করবেন না।

তুলা

08 September 2025

প্রিয়জনদের যত্ন নিন। গুরুত্বপূর্ণ বিষয়ে উৎসাহ থাকবে। প্রভাব বৃদ্ধি পাবে। কাজে জয়লাভ। নিয়ম-কানুন মেনে চলবেন। ভ্রমণে যাবেন। লাভের সুযোগ।

বৃশ্চিক

08 September 2025

প্রিয়জনের ইচ্ছাপূরণ। পরিবারে সুখ। আবেগগতভাবে সিদ্ধান্ত নেওয়া এড়ান। কথাবার্তা এবং আচরণে মাধুর্য রাখুন। ধৈর্য ধরুন।

ধনু

08 September 2025

পরিবারের দিকে মনোযোগ দিন। বাণিজ্যিক বিষয়ে সাহায্য পাবেন। সুসংবাদ পাবেন। ব্যবসায় অনুকূল পরিবেশ। কাজে লাভ। ব্যবসায় সাফল্য।

মকর

08 September 2025

পরিবারে সুখ। বাণিজ্যিক বিষয়ে বড় সাফল্য। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। কাঙ্ক্ষিত পরিবেশ। কাজে উৎসাহ। আবেগপ্রবণ হবেন না।

কুম্

08 September 2025

আত্মবিশ্বাস বৃদ্ধি। কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল। প্রিয়জনদের সঙ্গে ভ্রমণ। ভালো কাজের সঙ্গে যুক্ত হবেন। পরিস্থিতি অনুকূল। ব্যবসায় উন্নতি।

মীন

07 September 2025

বাড়িতে অতিথিদের আগমন। ভ্রমণের পরিকল্পনা। বাজেটের উপর নজর রাখুন। কাজে স্বাচ্ছন্দ্য আসবে। আরও ভাল হবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক।