কপালে?

কী আছে

09 March 2025

আজকের রাশিফল 09 March 2025 

মেষ

09 March 2025

আপনার ক্ষমতা আজ কাজে লাগানোর চেষ্টা করুন। আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। কাছের বন্ধুরা আপনার ক্ষতি করতে পারে। বেড়াতে গেলে বিতর্ক থেকে দূরে থাকুন।

বৃষ

09 March 2025

নিজেকে গুরুত্ব দিন। স্ত্রী-র সঙ্গে ভালো সময় কাটাবেন। খালি বসে থাকবেন না। পুরোনো দিনগুলোর কথা মনে আসতে পারে। মানসিক চাপ থাকবে। ধ্যান করলে শুভ ফল।

মিথুন

09 March 2025

শরীরের দিকে খেয়াল রাখুন। বিনোদনের ক্ষেত্রে খরচ হবে। আপনার রাগ পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে। প্রিয়জনের সঙ্গে মনোনমালিন্য হতে পারে।

কর্কট

09 March 2025

কাজের পরিকল্পনা গতি পাবে। বিনিয়োগের জন্য ভালো দিন। সতর্ক থেকে কথা বলুন। সব ব্যাপারে কৌতুহল দেখাবেন না। বিকেলের পর থেকে সময় একটু খারাপ যেতে পারে।

সিংহ

09 March 2025

স্ত্রীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে সমস্যা হতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটা ভালো। নিয়মিত শরীরচর্চা করুন। ফাঁকা সময় থাকলে লেখা পড়া করুন।

কন্যা

09 March 2025

অতিরিক্ত খাওয়া দাওয়া থেকে এড়িয়ে চলুন। হঠাৎ কোনও সুযোগ পেতে পারেন। অফিসের কাজে ব্যস্ততা বাড়বে। সিনিয়ারদের সঙ্গে কম কথা বলুন।

তুলা

09 March 2025

আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। বড় চিন্তা করুন। ভাগ্যের সঙ্গ পাবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আপনি আরও ভালো থাকবেন। সকলের সহযোগিতায় এগিয়ে যাবেন। ঝুঁকি কাজ এড়ান।

বৃশ্চিক

09 March 2025

গুরুত্বপূর্ণ কাজে শিথিলতা এবং অসাবধানতা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সাফল্য। অপরিচিতদের থেকে দূরে থাকুন। স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। লক্ষ্যের সঙ্গে আপস নয়।

ধনু

09 March 2025

চাকরি ও ব্যবসায় লাভের যোগ। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। কাজে গতি দেখান। সাফল্যের কাছাকাছি যেতে সফল হতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ সারবেন। কাজে সতর্ক হোন। বিরোধী দলকে সুযোগ নয়।

মকর

09 March 2025

আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। বিরোধীদের সম্পর্কে সচেতন হোন। কঠোর পরিশ্রমের মাধ্যমে ফল লাভ। উৎসাহ বজায় থাকবে। বিতর্ক এড়ান। স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন।

কুম্

09 March 2025

দ্রুত এগিয়ে যান। চারিদিকে মঙ্গল হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনার পক্ষে যাবে। সব ক্ষেত্রেই ভালো করবেন। চাকরি ও ব্যবসায় সাফল্য পাবেন। প্রিয়জনের কাছ থেকে সুসংবাদ পাবেন।

মীন

09 March 2025

সংকীর্ণতা এড়িয়ে চলুন। আর্থিক লাভ হবে। ঘরোয়া কাজে ব্যস্ত থাকবেন। পরিবারে সুখ ও সমৃদ্ধি। বিলাসিতা থাকবে। জেদ এবং অহংকার এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ কাজের আগে কারওর পরামর্শ নিন।