কপালে?

কী আছে

09 May 2025

আজকের রাশিফল 09 May 2025 

মেষ

09 May 2025

সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ।

বৃষ

09 May 2025

অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা। সংসারে সুখ ফেরাতে বেগ পেতে হবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব-অনটন থাকবে।

মিথুন

09 May 2025

পিঠে ব্যথার সমস্যা। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। কোনও কিছু প্রাপ্তির আশায় ক্ষতি হতে পারে।

কর্কট

09 May 2025

সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়েরও সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা।

সিংহ

09 May 2025

দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে।

কন্যা

09 May 2025

আধ্যাত্মিক আলোচনায় শান্তি পাবেন। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। পাওনা আদায়ে কষ্ট পেতে হবে। রাজনীতিবিদদের সময়টা ভাল যাবে না। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে।

তুলা

09 May 2025

সম্পদ বৃদ্ধি। ঋণ নেওয়া এড়ান। কাঙ্ক্ষিত ফল লাভ। আত্মবিশ্বাস তুঙ্গে। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি। লাভের সুযোগ।

বৃশ্চিক

09 May 2025

ভাগ্যের সঙ্গ। ইতিবাচক থাকবেন। সহযোগিতা করুন। সাফল্যে পাবেন। গুরুজনদের সমর্থন পাবেন। পরিবারে সুখ। চাকরি ও ব্যবসায় উন্নতি।

ধনু

09 May 2025

দিনের শুরুটা স্বাভাবিক হবে। পরিকল্পনাগুলি সফল হবে। দীর্ঘ দূরত্ব ভ্রমণ সম্ভব। অনুকূল পরিস্থিতি। ব্যবসায় লাভ। পুণ্য অর্জন করবেন।

মকর

09 May 2025

বাড়বে আত্মবিশ্বাস। স্বাচ্ছন্দ্যের সঙ্গে এগোন। সতর্ক হোন। লক্ষ্য অর্জন করবেন। চাকরি ও ব্যবসায় স্বাভাবিক ফল। লেনদেনে লাভ।

কুম্

09 May 2025

বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন। পরিকল্পনা স্বাভাবিক থাকবে। পরিস্থিতি অনুকূল। গুরুত্বপূর্ণ বিষয়ে লাভ। লেনদেনে স্বচ্ছতা থাকবে। বড় চিন্তা করবেন।

মীন

09 May 2025

কাজ ফেলে রাখবেন না। সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। ঋণ এড়ান। কাজের গতি ভালো থাকবে। অতিরিক্ত উৎসাহ এড়ান।