কপালে?

কী আছে

10 April 2024

আজকের রাশিফল 10 April 2024 

মেষ

10 April 2024

ঋণশোধ হতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে বদনাম হতে পরে। বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে।

বৃষ

10 April 2024

মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

মিথুন

10 April 2024

ভাই-বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে। প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন।

কর্কট

10 April 2024

সারা দিন বেশ উৎফুল্ল কাটলেও বাড়ির লোক আপনাকে বুঝবে না। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।

সিংহ

10 April 2024

দূরে ভ্রমণ না করাই ভাল। সমাজে মর্যাদা লাভ হতে পারে। কারও চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ত থাকতে হবে। সন্তানের বায়না পূরণ করতে হতে পারে। ভাল কোনও খবর পেতে পারেন।

কন্যা

10 April 2024

প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা। ভাল কাজের পরিপেক্ষিতে হতাশা। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ।

তুলা

10 April 2024

প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা। ভাল কাজের পরিপেক্ষিতে হতাশা। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ।

বৃশ্চিক

10 April 2024

মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক। কানের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে।

ধনু

10 April 2024

কর্মক্ষেত্রে সুসজ্জিত থাকবেন। উদ্যোগ, সাহস ও সক্রিয়তা বৃদ্ধি করবে। উৎসাহ ও আনন্দ নিয়ে এগিয়ে যাবে। কাছের মানুষ এবং বন্ধুদের সাথে আনন্দময় সময় কাটবে।

মকর

10 April 2024

স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভাল করে নজর দিন। বন্ধু সমাগমে আনন্দ লাভ।

কুম্

10 April 2024

আপনার সহ্যশক্তি আপনাকে বাঁচাবে। কথা খুব কম বলবেন। কোমরের সমস্যা বাড়তে পারে। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না।

মীন

10 April 2024

বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধতে পারে। ছোটখাটো আঘাত লাগতে পারে। আয় ও ব্যয় সমান থাকবে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে।