কপালে?

কী আছে

11 May 2025

আজকের রাশিফল 11 May 2025 

মেষ

11 May 2025

পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে।

বৃষ

11 May 2025

স্ত্রীর প্রতি অভিমান হতে পারে। কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। উপহার পাওয়ায় আনন্দ। মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে।

মিথুন

11 May 2025

গৃহে সুখশান্তি বজায় থাকবে। প্রেমে কোনও বাধা থাকবে না। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হঠতে পারে। ব্যবসায় ভাল আয়ের যোগ রয়েছে। ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে।

কর্কট

11 May 2025

গুরুজনের জন্য খরচ বাড়তে পারে। স্বামীর খারাপ ব্যবহারে মনঃকষ্ট। চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য ভাল সময় আসতে চলেছে।

সিংহ

11 May 2025

সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি। সপ্তাহের শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে।

কন্যা

11 May 2025

প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তাও বাড়বে। পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন। আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন।

তুলা

11 May 2025

সম্পদ বৃদ্ধি। ঋণ নেওয়া এড়ান। কাঙ্ক্ষিত ফল লাভ। আত্মবিশ্বাস তুঙ্গে। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি। লাভের সুযোগ।

বৃশ্চিক

11 May 2025

ভাগ্যের সঙ্গ। ইতিবাচক থাকবেন। সহযোগিতা করুন। সাফল্যে পাবেন। গুরুজনদের সমর্থন পাবেন। পরিবারে সুখ। চাকরি ও ব্যবসায় উন্নতি।

ধনু

11 May 2025

দিনের শুরুটা স্বাভাবিক হবে। পরিকল্পনাগুলি সফল হবে। দীর্ঘ দূরত্ব ভ্রমণ সম্ভব। অনুকূল পরিস্থিতি। ব্যবসায় লাভ। পুণ্য অর্জন করবেন।

মকর

11 May 2025

বাড়বে আত্মবিশ্বাস। স্বাচ্ছন্দ্যের সঙ্গে এগোন। সতর্ক হোন। লক্ষ্য অর্জন করবেন। চাকরি ও ব্যবসায় স্বাভাবিক ফল। লেনদেনে লাভ।

কুম্

11 May 2025

বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন। পরিকল্পনা স্বাভাবিক থাকবে। পরিস্থিতি অনুকূল। গুরুত্বপূর্ণ বিষয়ে লাভ। লেনদেনে স্বচ্ছতা থাকবে। বড় চিন্তা করবেন।

মীন

11 May 2025

কাজ ফেলে রাখবেন না। সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। ঋণ এড়ান। কাজের গতি ভালো থাকবে। অতিরিক্ত উৎসাহ এড়ান।