কপালে?

কী আছে

12 April 2024

আজকের রাশিফল 12 April 2024 

মেষ

12 April 2024

পড়াশোনার জন্য দূরে ভ্রমণ। যে কোনও দিক থেকে আয় হতে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ লাভ। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা। বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে।

বৃষ

12 April 2024

ব্যবসায় ভাল সুযোগ নষ্ট হতে পারে। আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান। কাজের চাপে আবসাদ দেখা দিতে পারে।

মিথুন

12 April 2024

পড়ে থাকা কাজ সেরে ফেলুন। পেটের সমস্যায় সারা দিন কষ্টে কাটতে পারে। বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন। ব্যবসায় খুব ভাল সুযোগ মিলতে পারে। কঠিন কোনও সমস্যার সমাধান হতে পারে।

কর্কট

12 April 2024

পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি। শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম লাভ। বিদেশে বাসরত বন্ধুর জন্য মনখারাপ। বুকে-পিঠে কষ্ট বাড়তে পারে।

সিংহ

12 April 2024

ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তিলাভ। লোকের কাছে গুরুত্ব পাবেন। শত্রুভয় বাড়তে পারে। প্রিয়জনের খবর না পাওয়ায় মনখারাপ। ব্যবসায় উন্নতির যোগ। পায়ের যন্ত্রণা বাড়তে পারে।

কন্যা

12 April 2024

কাজের ভাল সুযোগ আসতে পারে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে আয়। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার। কোনও সন্দেহজনক মহিলা থেকে সাবধান।

তুলা

12 April 2024

শারীরিক লক্ষণ এবং নিজের প্রতি মনোযোগ দেবেন। ধৈর্য ধরে এগিয়ে যেতে থাকবে। সিস্টেমে বিশ্বাস বজায় রাখুন। নিয়মতান্ত্রিক রুটিন বাড়ান। স্বাস্থ্যের প্রতি অসাবধানতা দেখাবেন না।

বৃশ্চিক

12 April 2024

ব্যক্তিগত জীবনে উন্নতি হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে তৎপরতা বৃদ্ধিতে সফল হবেন। নেতৃত্ব ও ব্যবস্থাপনার উন্নতি হবে। অংশীদারিত্বের কাজ সম্পন্ন করবে। বিনা দ্বিধায় এগিয়ে যাবে।

ধনু

12 April 2024

রুটিন কাজে স্বাচ্ছন্দ্য বজায় রাখবে। কর্মক্ষেত্রে প্রত্যাশিত ফল পাওয়া যাবে। কাছের মানুষের সাথে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কাজের ব্যাপারে সতর্ক থাকুন।

মকর

12 April 2024

বিচক্ষণতার সাথে ব্যবসায় যথাযথ স্থান বজায় রাখবে। পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন। পরিবেশের সাথে অভিযোজন অব্যাহত থাকবে। বন্ধুদের সঙ্গ আপনাকে উত্তেজিত রাখবে।

কুম্

12 April 2024

বস্তুগত সম্পদে আগ্রহ নেবে। ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র বৃদ্ধি পাবে। পরিবারে আরাম ও সুযোগ-সুবিধার দিকে নজর থাকবে। মানসিক ভারসাম্য বাড়বে। আপনার প্রিয়জনকে অবহেলা করবেন না।

মীন

12 April 2024

সামাজিক কাজে প্রেরণা যোগাবে। সবার সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবে। সাহস, যোগাযোগ ও যোগাযোগ ভালো থাকবে। সামাজিক পরিধি আরও বড় হবে। ভালো তথ্যের আদান-প্রদান অব্যাহত থাকবে।