আজ কী আছে ভাগ্যে?
13 February 2025
13 February 2025
আন্ত্রিক-জাতীয় রোগে ভোগান্তি হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে।
13 February 2025
ভাল যুক্তির জন্য তর্কে জিততে পারেন। ফাটকা আয়ের যোগ রয়েছে। লটারি কাটার জন্য দিনটি শুভ। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে।
13 February 2025
কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজসেবার কাজে শান্তিলাভ।
13 February 2025
আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তিলাভ। পারিবারিক সমস্যায় মানসিক অবসাদের যোগ। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়।
13 February 2025
স্ত্রীর কাছে কথা রাখার চেষ্টা করুন। হজমের গন্ডগোল বা পেটের সমস্যা হতে পারে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন।
13 February 2025
অপ্রিয় বাক্য শুনবেন না ও অন্যদের বলবেন না। ঘরে ও বাইরে বদনামের সম্ভাবনা রয়েছে। কাজকর্মে মনোযোগ দিন। আজ দিনটি আপনার পক্ষে থাকবে না।
13 February 2025
শিক্ষাক্ষেত্রে ভালো ফল। বিদেশে যাওয়ার সম্ভাবনা। উচ্চশিক্ষিতরা চাকরির ডাক পেতে পারেন। উন্নতির যোগ আছে। শরীর নিয়ে সচেতন থাকুন।
13 February 2025
কোথায় যাওয়ার আগে মা-বাবাকে প্রণাম করুন। দেবতা নাম জপ করলে ভালো ফল মিলবে। স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। বাড়িতে নিজের অবস্থান বজায় রাখুন।
13 February 2025
একাধিক ক্ষেত্রে অর্থের আগমন সম্ভব। সঞ্চয় ভালো হবে। চলতি সপ্তাহটা আপনার জন্য ভালো। ব্যবসার ক্ষেত্রেও উন্নতি হবে। কাজকর্ম বেশ এগোবে।
13 February 2025
অনেক প্রচেষ্টা করলেও ফল নাও পেতে পারেন। তবে থেমে থাকবেন না। যে কোনও সময় ভাগ্যের চাকা ঘুরতে পারে। আয় বাড়বে। আয়ের উৎসও।
13 February 2025
বাড়িতে অতিথি আসতে পারে। শুভ অনুষ্ঠানও হতে পারে। গুরুজনদের কথা শুনুন। ঘনিষ্ঠ কারও শরীর নিয়ে চিন্তায় থাকবেন। অর্থনৈতিক কাজকর্ম গতি পাবে।