কপালে?

কী আছে

15 July 2025

আজকের রাশিফল 15 July 2025 

মেষ

15 July 2025

স্পর্শকাতর বিষয়ে তাড়াহুড়ো করবেন না। অহঙ্কার ও জেদ পরিহার করুন। আর্থিক সুবিধে পাবেন না। আভিজাত্য পরিহার করুন। ধার-দেনা হতে পারে। ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন।

বৃষ

15 July 2025

বিভিন্ন বিষয়ে উৎসাহের সঙ্গে কাজ করবেন। ভালো মানুষের সঙ্গে দেখা হতে পারে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা করুন। আয় ভালো হবে। ব্যক্তিগত পরিসর নিয়ে সচেতন থাকুন।

মিথুন

15 July 2025

অনুশাসন ও নিয়ম মেনে চলুন। কাজের ক্ষেত্রে ভালো ফল করবেন। সতর্ক থাকতে হবে। শত্রুদের থেকে সাবধান থাকুন। কাউকে কথা দেবেন না। প্রয়োজনের তুলনায় বেশি কথা বলবেন না।

কর্কট

15 July 2025

পরিবারে সুখ-স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। লক্ষ্যে ফোকাস বাড়ান। বন্ধুদের সাহায্য পাবেন। কোনও সভা বা অনুষ্ঠানে যোগ দিতে পারেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। দান বাড়াতে হবে।

সিংহ

15 July 2025

সাহসের সঙ্গে কাজ করবেন। সংসারে মঙ্গল হতে পারে। আজ বাড়িতে অতিথি আসতে পারে। যুক্তিপূর্ণ আলোচনা করুন। লোকের মনোযোগ পেতে গেলে বিপদে পড়তে পারেন।

কন্যা

15 July 2025

মূল্যবান উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে। ভ্রমণের যোগ রয়েছে। বিনা দ্বিধায় এগিয়ে যাবেন। আকর্ষণীয় অফার পেতে পারেন। আর্থিক যোগ ভালো।

তুলা

15 July 2025

সাহসের সঙ্গে কাজ করুন। কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়বে। কেরিয়ারে উন্নতি আছে। তবে সমঝে চলতে হবে। পরিকল্পনা অনুযায়ী বেড়াতে যান। নিজের অবস্থানে অনড় থাকতে হবে।

বৃশ্চিক

15 July 2025

ধন সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনা। আর্থিক বিষয়গুলো গতি পাবে। মামলা-মোকদ্দমার জালে জড়াতে পারেন। প্রিয়জনের সঙ্গে দূরত্ব বাড়তে পারে। অন্যের কথা ধৈর্য দিয়ে শুনুন।

ধনু

15 July 2025

কাঙ্খিত ফলাফল পাবেন। তবে বেশি উৎসাহ দেখাবেন না। সাফল্য মনের মতো হলেও বিপদ বাড়তে পারে। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। চাপে পড়ে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসুন।

মকর

15 July 2025

লক্ষ্যের উপর মনোযোগ দিন। একাধিক প্রচেষ্টা গতি পাবে। আকর্ষণীয় অফার পাবেন। সঞ্চয়ে মনোযোগ দিন। দেবতার আরাধনা করুন। প্রতিদিন শিবপুজো করলে ভালো ফল।

কুম্

15 July 2025

দায়িত্বশীলভাবে কাজ করবেন। নিজের জায়গা বজায় রাখতে হলে কথা কমা বলুন। বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে। দায়িত্ব এড়িয়ে যাবেন না। সৃজনশীল ব্যক্তিরা উন্নতি করবেন।

মীন

15 July 2025

সবার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন। শরীরের যত্ন নিন। প্রিয়জনের জন্য সময় বের করুন। টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। সম্পর্কের যত্ন নিন। উপহার পেতে পারেন।