কপালে?

কী আছে

15 May 2025

আজকের রাশিফল 15 May 2025 

মেষ

15 May 2025

প্রেমের ব্যাপারে না এগোনোই ভাল হবে। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। বিশেষ কোনও প্রচেষ্টা সফল না-ও হতে পারে। মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন।

বৃষ

15 May 2025

সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে ঝগড়ার উপক্রম হলে আপসে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে যন্ত্রণা হতে পারে।

মিথুন

15 May 2025

বায়ুপথে ভ্রমণ হতে পারে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন। কাজে সুফল পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা।

কর্কট

15 May 2025

পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। পিতা-মাতার জন্য বাড়তি খরচ হতে পারে। গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ।

সিংহ

15 May 2025

হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সেবাকার্যে শান্তিলাভ। নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে। স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে।

কন্যা

15 May 2025

বন্ধুর সাহায্যে ভাল কিছু হতে পারে। দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি।

তুলা

15 May 2025

পরিবারে সুখ। ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবেন। দ্বিধা দূর হবে। চাকরি এবং ব্যবসায় উন্নতি। সম্পর্কের উন্নতি হবে। অতিথিরা আসবেন। ব্যক্তিগত বিষয়ে তৎপরতা দেখাবে।

বৃশ্চিক

15 May 2025

বড়দের পরামর্শ মেনে চলবেন। কাজে স্বাচ্ছন্দ্য। বাজেট অনুযায়ী চলুন। সবাইকে সম্মান করবেন। একগুঁয়েমি করবেন না।

ধনু

15 May 2025

আর্থিক চেষ্টা সফল হবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধি। অর্থনৈতিক ও ব্যবসায় সাফল্য। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। আয়ের নতুন উৎস। সবাইকে সঙ্গে নিয়ে চলবেন।

মকর

15 May 2025

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। কাঙ্ক্ষিত ফল অর্জন। কর্মক্ষেত্রে আপনার অনুকূলে ফল। পেশাদাররা কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। চাকরি ও ব্যবসায় সাফল্য পাবেন।

কুম্

15 May 2025

ভাগ্যের সঙ্গ পাবেন। সুযোগ কাজে লাগান। কাজ প্রত্যাশার চেয়ে ভালো হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন। সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা পাবেন।

মীন

15 May 2025

পরিবারে সুখ। স্বাস্থ্য নিয়ে সচেতন হোন। পরিবারে সুখ। কাজে অতিরিক্ত সতর্ক হোন। পরিস্থিতি অনুযায়ী এগিয়ে যান। অতিরিক্ত উৎসাহ দেখাবেন না।