কপালে?

কী আছে

19 May 2025

আজকের রাশিফল 19 May 2025 

মেষ

19 May 2025

সন্তানের ভাল কাজের জন্য গর্ববোধ। ব্যবসায় সমস্যা বৃদ্ধি। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে।

বৃষ

19 May 2025

যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়তে পারে। দাম্পত্য কলহের জন্য ভ্রমণ বাতিল হতে পারে। খারাপ কথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষচর্চা থেকে আয় হতে পারে।

মিথুন

19 May 2025

পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। দাম্পত্য জীবন সুখে কাটতে পারে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট।

কর্কট

19 May 2025

প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তাও বাড়বে। পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন। আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন।

সিংহ

19 May 2025

সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে। কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরের কষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে।

কন্যা

19 May 2025

সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। পড়ে গিয়ে আঘাত লাগতে পারে।

তুলা

19 May 2025

পরিবারে সুখ। ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবেন। দ্বিধা দূর হবে। চাকরি এবং ব্যবসায় উন্নতি। সম্পর্কের উন্নতি হবে। অতিথিরা আসবেন। ব্যক্তিগত বিষয়ে তৎপরতা দেখাবে।

বৃশ্চিক

19 May 2025

বড়দের পরামর্শ মেনে চলবেন। কাজে স্বাচ্ছন্দ্য। বাজেট অনুযায়ী চলুন। সবাইকে সম্মান করবেন। একগুঁয়েমি করবেন না।

ধনু

19 May 2025

আর্থিক চেষ্টা সফল হবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধি। অর্থনৈতিক ও ব্যবসায় সাফল্য। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। আয়ের নতুন উৎস। সবাইকে সঙ্গে নিয়ে চলবেন।

মকর

19 May 2025

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। কাঙ্ক্ষিত ফল অর্জন। কর্মক্ষেত্রে আপনার অনুকূলে ফল। পেশাদাররা কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। চাকরি ও ব্যবসায় সাফল্য পাবেন।

কুম্

19 May 2025

ভাগ্যের সঙ্গ পাবেন। সুযোগ কাজে লাগান। কাজ প্রত্যাশার চেয়ে ভালো হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন। সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা পাবেন।

মীন

19 May 2025

পরিবারে সুখ। স্বাস্থ্য নিয়ে সচেতন হোন। পরিবারে সুখ। কাজে অতিরিক্ত সতর্ক হোন। পরিস্থিতি অনুযায়ী এগিয়ে যান। অতিরিক্ত উৎসাহ দেখাবেন না।