কপালে?

কী আছে

17 October 2025

আজকের রাশিফল 17 October 2025 

মেষ

17 October 2025

চেষ্টায় ফল লাভ। ব্যবসায় লক্ষ্য অর্জন। বিভিন্ন কাজে গতি। আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ। লক্ষ্যের প্রতি মনোনিবেশ করুন। আর্থিক বিষয়ে এগিয়ে থাকবেন।

বৃষ

17 October 2025

আর্থিক বিষয়ের সমাধান। বন্ধুরা সহায়ক হবে। উদারতার সঙ্গে কাজ করবেন। শঙ্কা দূর হবে। অতিথিদের আগমন। সুখ বৃদ্ধি। বাড়িতে আনন্দময় মুহূর্ত। প্রিয়জনের সম্মান।

মিথুন

17 October 2025

আবেগগত বিষয়গুলি নিয়ন্ত্রণ করুন। অতিথিদের আগমন। আত্মবিশ্বাস বাড়বে। পরিবারে সময় দিন। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল। পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে যাবে। নতুন বিষয়গুলি গতি পাবে।

কর্কট

17 October 2025

আর্থিক বিষয়ে তাড়াহুড়ো নয়। লেনদেন করার সময় সতর্ক হোন। বিনিয়োগ বৃদ্ধি। কর্মক্ষেত্রে সুফল। চাকরি ও ব্যবসায় ধৈর্য রাখুন। ভদ্র থাকবেন। লক্ষ্য অর্জন করবেন।

সিংহ

17 October 2025

বন্ধুবান্ধব ও পরিচিতদের অবাক করে দেবেন। কর্মক্ষেত্রে ভ্রমণ সম্ভব। লাভ এবং সঞ্চয় বৃদ্ধি। অনুকূল পরিস্থিতি। কাজে সাফল্য। সর্বত্র কাঙ্ক্ষিত ফল। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি ।

কন্যা

17 October 2025

সমস্ত কাজ প্রত্যাশার চেয়ে ভাল হবে। আতঙ্কিত হবেন না। সময়মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পন্ন করবেন। লক্ষ্য অর্জন। পরিবেশ মিশ্র থাকবে। কাজ গতি পাবে।

তুলা

17 October 2025

ঝুঁকিপূর্ণ কাজ এড়ান। দায়িত্বশীল হোন। মৃদুভাষী থাকুন। কাজে সতর্ক হোন। কঠোর পরিশ্রমের ফল পাবেন। তর্ক এড়ান। স্বাস্থ্যের দিকে মন দিন।

বৃশ্চিক

17 October 2025

চাকরি ও ব্যবসায় সাফল্য। ব্যবসায় গতি। কাজে নিয়ন্ত্রণ রাখুন। ধৈর্য ধরুন। সুসংবাদ পাবেন। দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন। কাঙ্ক্ষিত সাফল্য।

ধনু

17 October 2025

পরিবারে সুখ। গুরুত্বপূর্ণ কাজে উপেক্ষা নয়। চাকরি ও ব্যবসায় দায়িত্ব পালন করবেন। ধৈর্য ধরুন। কাজে সতর্ক হোন। শিথিলতা এড়ান।

মকর

17 October 2025

বিভিন্ন বিষয়ে গতি। চাকরি ও ব্যবসায় সুফল। ঝুঁকিপূর্ণ কাজে আগ্রহী হোন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। ঝুঁকিপূর্ণ কাজ এড়ান।

কুম্

17 October 2025

গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক হোন। ব্যবসায় সুফল। অর্থনৈতিক ক্ষেত্রে বাধা। ঝুঁকিপূর্ণ কাজ নয়। চাকরি ও ব্যবসায় তৎপরতা থাকবে। কাজে গতি।

মীন

17 October 2025

পরিকল্পনা সঠিক দিকে এগোবে। অপ্রত্যাশিত লাভ। কাজে ইতিবাচক ফল। চাকরি ও ব্যবসায় শ্রীবৃদ্ধি। উৎসাহের সঙ্গে এগোবেন।