কপালে?

কী আছে

18 December 2024

আজকের রাশিফল 18 December 2024 

মেষ

18 December 2024

গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে যাবেন। পারিবারিক কাজে আগ্রহ। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ। লক্ষ্যে ফোকাস রাখবেন। সাহস থাকবে। বিভিন্ন কাজে গতি থাকবে।

বৃষ

18 December 2024

আইনি জটিলতা কাটবে। প্রশাসনিক কাজ এগিয়ে যাবে। খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে শালীনতা বজায় রাখুন। সহকর্মীদের সাহায্য় পাবেন।

মিথুন

18 December 2024

ভ্রমণের সম্ভাবনা রয়েছে। খরচ বাড়বে। আয় বুঝে না করলে পরে বিপদ হতে পারে। বিনা দ্বিধায় এগিয়ে যাবেন। সংসারে সামান্য অশান্চি হতে পারে।

কর্কট

18 December 2024

পরিচিতদের সঙ্গে দেখা হবে। তাদের থেকে সুযোগ-সুবিধা পেতে পারেন। কাজে শিথিলতা এড়িয়ে চলুন। সহকর্মীদের অবিশ্বাস করবেন না। পরিবারের প্রতি আস্থা অটুট থাকবে।

সিংহ

18 December 2024

প্রত্যাশার চেযে ভালো ফল করবেন। সন্তানরা মনের মতো কাজ করবে। আজ আপনি বিনিয়োগ করতে পারেন। হলুদ পোশাক পরলে সাফল্য আসতে পারে।

কন্যা

18 December 2024

তাড়াহুড়ো করবেন না। কর্মক্ষেত্রে ধৈর্য দেখান। শিল্পীদের জন্য দিনটা ভালো। সময় মতো ফলাফল পাবেন। অহেতুক টাকা খরচ করবেন না। অসৎ কাজ থেকে দূরে থাকুন।

তুলা

18 December 2024

পেশাগত সাফল্য পাবেন। নতুন উচ্চতায় পৌঁছতে পারেন। সবার সঙ্গে যোগাযোগ রাখবেন। পরিবারে শান্তি থাকবে। কাজে গতি আসবে। ভালো খবর পেতে পারেন।

বৃশ্চিক

18 December 2024

শৃঙ্খলা বজায় রাখবেন। কাজের পরিকল্পনায় পরিবর্তন আনার চেষ্টা করুন। আচরণ নম্র করুন। ধৈর্যের পরিচয় দিতে হবে। আয় হবে স্বাভাবিক। তবে খরচ বাড়তে পারে।

ধনু

18 December 2024

জমি সংক্রান্ত বিবাদ মিটতে পারে। ভাবনা-চিন্তার প্রসার প্রয়োজন। তবেই উন্নতি হবে। রুটিন বজায় রাখুন। আটকে যাওয়া কাজে মনোযোগ দিন।

মকর

18 December 2024

আপনার চারপাশে আজ ধূর্ত লোকজন থাকতে পারে। তাদের এড়িয়ে চলুন। বড় লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করতে হবে। জেদ ও তাড়াহুড়ো করবেন না।

কুম্

18 December 2024

ভ্রমণের সম্ভাবনা রয়েছে। খাওয়া-দাওয়া ভালো হবে। খরচও বাড়বে। কাজ থেকে সাময়িক বিরাম নিন। জীবনযাত্রায় সততা বজায় রাখুন। পরিবারের লোক সঙ্গে থাকবে।

মীন

18 December 2024

বিভিন্ন আয়ের উৎস তৈরি হবে। প্রিয়জনদের উপেক্ষা করবেন না। আরামের সুযোগ থাকবে। আকর্ষণীয় অফার পাবেন। লোভ থেকে নিজেকে বিরত রাখুন।