কপালে?
কী আছে
18 March 2025
18 March 2025
স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। ব্যবসার দিকে বাধার জন্য মাথা গরম থাকবে।
18 March 2025
মামলায় জড়িয়ে পড়ার একটা আসঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে।
18 March 2025
বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। নতুন কাজের চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত আসবে। ধর্ম ব্যাপারে খরচ হতে পারে।
18 March 2025
কারও জিনিসের দায়িত্ব নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময় এসেছে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। অর্থ উপার্জনের ভাগ্য ভাল হবে না।
18 March 2025
সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা অশুভ। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে।
18 March 2025
নতুন কাজ শুরু করতে পারেন। কথাবার্তা এবং আচরণে মাধুর্য। দারুণ অফার পাবেন। আর্থিক লাভের সুযোগ। দ্রুত এগিয়ে যাবেন। ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি হবে।
18 March 2025
শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রলোভনের কাছে নতি স্বীকার করবে না। ধৈর্য ধরে রাখুন। আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক। লেনদেনে স্বচ্ছতা আনুন। স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। সতর্ক থাকুন।
18 March 2025
চমৎকার পরিস্থিতি থাকবে। দারুণ সুযোগ পাবেন। অনুকূল পরিস্থিতির সদ্ব্যবহার করুন। বন্ধুরা সাহস বৃদ্ধি করবে। ভ্রমণের সম্ভাবনা। অর্থনৈতিক বিষয়ে সুফল লাভ। ভালো পারফর্ম করবেন।
18 March 2025
চাকরি এবং ব্যবসা ভালো হবে। কর্মক্ষেত্রে সাফল্য। লাভ বাড়বে। সুসংবাদ পাবেন। মনোযোগ ধরে রাখুন। তাড়াহুড়ো করবেন না। কাজ সম্পন্ন হবে। পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবেন। ঝুঁকি নেবেন না।
18 March 2025
সৌভাগ্যের যোগ। বিচক্ষণ হোন। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন। ব্যবসা-চাকরিতে উন্নতি। দারুণ ফল পাবেন। দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সাফল্য। আত্মবিশ্বাস আরও দৃঢ় হবে।
18 March 2025
এই সময়টি কাজে দেবে। ঝুঁকিপূর্ণ চেষ্টা এড়িয়ে চলুন। স্বাস্থ্যের সঙ্গে আপস করবেন না। অপরিচিতদের থেকে দূরত্ব বজায় রাখুন। অসাবধানতা এড়িয়ে চলুন। তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না।