কপালে?

কী আছে

19 February 2025

আজকের রাশিফল 19 February 2025 

মেষ

19 February 2025

স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের শুভ দিন। আপনার ঋণ মকুব হতে পারে।

বৃষ

19 February 2025

প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে। বুদ্ধির ভুলে কোনও কাজ হাতছাড়া হতে পারে। কারও প্রতি বেশি উদারতা না দেখানোই ভাল হবে।

মিথুন

19 February 2025

একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। সঙ্গীতশিল্পীদের জন্য ভাল সময় নয়। রক্তচাপের হেরফের হতে পারে।

কর্কট

19 February 2025

আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমে অভিমানের যোগ। অংশীদারি ব্যবসায় ভাল লাভের আশা করা যায়। কর্মস্থানে সুনাম বৃদ্ধি। ব্যবসা খুব একটা মনের মতো হবে না।

সিংহ

19 February 2025

সংসারের জন্য অনেক করেও বদনাম হবে। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে।

কন্যা

19 February 2025

চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার লাভ। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে।

তুলা

19 February 2025

প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতে পারে। আলস্যের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে। অর্থভাগ্য ভাল।

বৃশ্চিক

19 February 2025

অর্শ জাতীয় কোনও রোগ বাড়তে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভাল হবে। বাড়তি খরচ হতে পারে।

ধনু

19 February 2025

একটু সাবধানে গাড়ি চালানো দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি।

মকর

19 February 2025

সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন। সন্তানের চাকরির জন্য কারও সঙ্গে আলোচনা হতে পারে। উত্তেজনা থেকে দূরে থাকুন। নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে।

কুম্

19 February 2025

সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। টিউমার জাতীয় রোগে ভোগান্তি। প্রেমের জন্য চাপ বাড়তে পারে।

মীন

19 February 2025

ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। মনের মতো আয় হবে না। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার।