কপালে?

কী আছে

21 December 2025

আজকের রাশিফল 21 December 2025 

মেষ

21 December 2025

চাকরিতে ভালো পারফর্ম করবেন। কেরিয়ারে দায়িত্ববোধ বজায় রাখবেন। বাজেটের মধ্যে কাজ করুন। বিনয়ী হোন। দায়িত্বশীলভাবে কাজ করুন। কঠোর পরিশ্রম।

বৃষ

21 December 2025

বন্ধুদের সঙ্গে কথা হবে। আর্থিক লাভ বৃদ্ধি পাবে। এগিয়ে যাবেন। কাঙ্ক্ষিত অবস্থান বজায় রাখবেন। প্রেমে সফল হবেন। ইচ্ছাপূরণ হবে। মতবিরোধের সমাধান হবে। পরিবারে সুখ।

মিথুন

21 December 2025

সময়ে কাজ সারুন। আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া এড়ানন। কথাবার্তা এবং আচরণে মাধুর্য। প্রিয়জনদের সঙ্গে ঘনিষ্ঠতা। ব্যক্তিগত বিষয়ে ধৈর্য ধরুন। বিচক্ষণ হোন।

কর্কট

21 December 2025

আত্মবিশ্বাস থাকবে। গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে যাবেন। কাজে মনোনিবেশ করবেন। পরিবেশ অনুকূল থাকবে। স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কাঙ্ক্ষিত সাফল্য।

সিংহ

21 December 2025

আত্মীয়দের কাছ থেকে সমর্থন পাবেন। বাড়িতে সুখ ও সমৃদ্ধি। আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হবে। অতিথিরা আসতে থাকবেন। দ্বিধা দূর হবে।

কন্যা

21 December 2025

পরিবারের সঙ্গে সুসম্পর্ক। সকলকে মুগ্ধ করবেন। বিভিন্ন কাজে এগিয়ে যাবেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলি গতি পাবে। ইতিবাচক থাকুন। সম্পর্ক মজবুত হবে।

তুলা

21 December 2025

ব্যবসা জীবনে অনুকূল পরিবেশ থাকবে। বিভিন্ন বিষয়ে তৎপর থাকবেন। রুটিন ও ধারাবাহিকতা বজায় রাখবেন। কাজে সক্রিয় থাকবেন। ফলাফল আপনার পক্ষে থাকবে।

বৃশ্চিক

21 December 2025

আপনার কাজ অন্যদের উৎসাহিত করবে। কাজ ফেলে রাখবেন না। সবার মনোযোগ আকর্ষণ করবেন। সম্পর্কের ক্ষেত্রে যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেবেন। জোর করে কাউকে আকৃষ্ট করার চেষ্টা করবেন না।

ধনু

21 December 2025

আপনার ব্যক্তিত্ব অন্যের হিংসার কারণ হবে। মেজাজ হারাতে পারেন। কোথাও বেড়াতে যেতে পারেন। খরচের হাত বাড়বে। তর্ক এড়িয়ে চলুন। কলিগদের কথা শুনুন।

মকর

21 December 2025

নিজের দায়িত্ব পালন করুন। গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। অভিজ্ঞদের সঙ্গে মেলামেশা বাড়ান। প্রিয়জন আরও কাছে আসবে। বাড়িতে ভালো পরিবেশ থাকবে।

কুম্

21 December 2025

ভ্রমণের জন্য দিনটা শুভ। ব্যক্তিগত কাজস ফেলে রাখবেন না। শান্তি বজায় থাকবে কাজের। ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়বে। পরিবারের সদস্যদের কাজে লাগান।

মীন

21 December 2025

স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেবেন। ঔদ্ধত্য পরিত্যাগ করুন। খাদ্যাভাসে পরিবর্তন আনুন। আতিথিয়তা মেনে চলুন। নীতিগত সিদ্ধান্ত নেবেন।