কপালে?

কী আছে

22 November 2025

আজকের রাশিফল 22 November 2025 

মেষ

22 November 2025

যে কোনও কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রেখে চলুন।

বৃষ

22 November 2025

রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। মানুষের সেবায় শান্তিলাভ।

মিথুন

22 November 2025

কোনও দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন।

কর্কট

22 November 2025

গৃহনির্মাণে বাধা পড়তে পারে। সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে।

সিংহ

22 November 2025

প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত।

কন্যা

21 November 2025

অতিরিক্ত কথা বলার জন্য বিবাদ। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি লাভ।

তুলা

22 November 2025

বাড়িতে অতিথিদের আগমন। উৎসবমুখর পরিবেশ। কথাবার্তা ও আচরণে মাধুর্য। খ্যাতি বৃদ্ধি। সম্মান বৃদ্ধি। পরিকল্পনা ফলপ্রসূ হবে।

বৃশ্চিক

22 November 2025

গুরুত্বপূর্ণ কাজ সারুন। পরিকল্পনাগুলি এগোবে। পরিবারে অনুকূল পরিস্থিতি। কাজে কাঙ্ক্ষিত ফল। সম্পর্কের উন্নতি। চাকরি ও ব্যবসায় গতি।

ধনু

22 November 2025

তাড়াহুড়ো এড়ান। প্রিয়জনদের সুখে রাখবেন। আর্থিক বিষয়গুলি স্বাভাবিক থাকবে। কাজ আরও ভালো হবে। বিনিয়োগে লাভ। খরচ নিয়ন্ত্রণ করুন।

মকর

22 November 2025

ব্যবসায় লাভ। পরিকল্পনাগুলি প্রত্যাশা অনুযায়ী। আর্থিক বিষয়ে লাভ। কাজে ইতিবাচক হোন। উৎসাহ নিয়ে এগিয়ে যান। কাজে বিষয়গুলি গতি পাবে।

কুম্

22 November 2025

দীর্ঘমেয়াদী কাজে গতি। সুসংবাদ পেতে পারেন। সকলের সহযোগিতা পাবেন। ব্যবসা ভালো হবে। দায়িত্ব পালন করবেন।

মীন

22 November 2025

ভাগ্যের সঙ্গ। চেষ্টা গতি পাবে। স্বাস্থ্যের উন্নতি হবে। ঝুঁকিপূর্ণ কাজ এড়ান। বাধা দূর হবে। ভ্রমণের সম্ভাবনা। কাজে সতর্ক হোন।