কপালে?

কী আছে

24 September 2025

আজকের রাশিফল 24 September 2025 

মেষ

24 September 2025

বাড়িতে সময় কাটাবেন। স্বার্থপরতা ত্যাগ করুন। কাজে সক্রিয়তা দেখান। আর্থিক সুবিধা পাবেন। আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। সুযোগ বাড়বে। বিশ্বাসে চিড় ধরতে পারে।

বৃষ

24 September 2025

কাজে ঝুঁকি নেবেন না। বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন। আত্মবিশ্বাস তুঙ্গে। কাজে দ্বিধাগ্রস্ত থাকবেন। উৎসাহে ভরপুর থাকুন। কোথাও যাওয়ার জন্য টাকা খরচ করতে হবে।

মিথুন

24 September 2025

স্বাভাবিক পরিবেশ থাকবে। কথাবার্তায় মাধুর্য রাখুন। সম্মান বৃদ্ধি পাবে। বাড়বে আত্মবিশ্বাস। লাভ বাড়বে। গুরুত্বপূর্ণ কাজ আটকে রাখবেন না। কোনও কোনও কাজে এগিয়ে যাবেন।

কর্কট

24 September 2025

গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি। কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। অর্থনৈতিক বিষয়গুলি গতি পাবে। সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন। বেড়াতে যাবেন। মামলা মোকদ্দমায় জড়াতে পারেন।

সিংহ

24 September 2025

বিনিয়োগে তাড়াহুড়ো নয়। কাজ অমীমাংসিত থাকতে পারে। ভ্রমণ এড়ান। খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন। কাজে সতর্ক হোন। কোনও কোনও ক্ষেত্রে বাধা পেতে পারেন।

কন্যা

24 September 2025

ঝুঁকি নেবেন না। সৃজনশীল কাজে সাফল্য। পরিকল্পনায় আত্মবিশ্বাসী থাকবেন। লক্ষ্য পূরণের চাপ থাকতে পারে। সিনিয়রদের কাছে কাজের খতিয়ান তুলে ধরতে হবে।

তুলা

24 September 2025

বিভিন্ন কাজে স্বাভাবিক কর্মক্ষমতা। লেনদেনে তাড়াহুড়ো নয়। ধৈর্য ধরুন। ঝুঁকিপূর্ণ কাজ এড়ান। পরিস্থিতি মিশ্র থাকবে। লোভে পড়বেন না। স্বাস্থ্যের প্রতি সতর্ক হোন। দায়িত্বশীল আচরণ করুন।

বৃশ্চিক

24 September 2025

বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। ব্যবসায় মন দিন। লেনদেনে লাভ হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে লাভবান হবেন। বিষয়গুলি অনুকূলে থাকবে। নেতৃত্ব শক্তিশালী হবে।

ধনু

24 September 2025

চাকরি ও ব্যবসায় কঠোর পরিশ্রমের ফল লাভ। ধৈর্যের সঙ্গে বাধা দূর হবে। বাজেটের উপর নিয়ন্ত্রণ রাখুন। দায়িত্বশীলভাবে কাজ করুন। কঠোর পরিশ্রমের ফল লাভ। লেনদেনে সতর্ক হোন।

মকর

24 September 2025

দায়িত্ব পালন করুন। বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। ঘনিষ্ঠদের সঙ্গে মতবিরোধ দূর হবে। পরিবারে সুখ। লাভ বৃদ্ধি। কাজে গতি। নতুন বন্ধু হতে পারে।

কুম্

24 September 2025

ঘরোয়া দায়িত্ব পালনের চাপ। ব্যক্তিগত বিষয়ে আগ্রহ। আলোচনায় অধৈর্য হবেন না। আবেগপ্রবণ হবেন না। কথাবার্তা এবং আচরণে মাধুর্য। প্রবীণদের সঙ্গ পাবেন।।

মীন

24 September 2025

কাজে স্বাচ্ছন্দ্য হোন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাহায্যে সাফল্য অর্জন। আরাম ও বিলাসে জীবন কাটাবেন। অনুকূল পরিবেশ। সম্পর্ক থেকে আপনি উপকৃত হবেন। বাণিজ্যিক বিষয়ে লাভবান।