কপালে?

কী আছে

26 August 2025

আজকের রাশিফল 26 August 2025 

মেষ

26 August 2025

ব্যবসার ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে করে ফেলুন। পেশাগত চাপ থাকবে। সহকর্মীদের সাহায্য পাবেন। কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখুন। ব্যক্তিগত জীবনে অসুবিধে হবে।

বৃষ

26 August 2025

সিনিয়রদের সঙ্গে বৈঠক করতে পারলে সুফল পাবেন। স্ত্রী বা প্রেমিকাকে সম্মান করবেন। তাঁকে সময় দেবেন। রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে যোগাযোগ বাড়বে।

মিথুন

26 August 2025

আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে। পরিবারের সদস্যরা আপনার কাছ থেকে উপহার পাবেন। ঝুঁকি আছে এমন কোনও ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। নিজের অবস্থান অটুট রাখুন।

কর্কট

26 August 2025

ধার বা দেনা নিয়ে বিপদে পড়তে পারেন। খাবার-দাবারের কোয়ালিটি ভালো রাখুন। অনেকে আপনার চারপাশে ঘোরাফেরা করবে। কাজের গতি বাড়বে। সন্তানদের লেখাপডড়ায় মনোযোগ দিন।

সিংহ

26 August 2025

ব্যবসায়ীরা সুফল পাবেন। আপনার লেখালেখি বা সৃজনশীল কাজে সবাই আগ্রহী হবে। সম্পর্কের ব্যাপারে সহানুভূতিশীল হতে হবে। তাড়াহুড়ো করে কোথাও চলে যাবেন না।

কন্যা

26 August 2025

অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে সংক্রামক রোগের উপদ্রব বৃদ্ধি পেতে পারে।

তুলা

26 August 2025

গুরুত্বপূর্ণ বিষয়ে ধৈর্য ধরুন। খরচ বাড়তে পারে। চাকরিতে শুভ পরিস্থিতি। ব্যবসায় লেনদেনে স্বচ্ছতা রাখুন। কাজ অমীমাংসিত থাকতে পারে। লক্ষ্য অর্জন করবেন।

বৃশ্চিক

26 August 2025

চাকরি ও ব্যবসায় মন দিন। অর্থনৈতিক সুবিধা। অপ্রত্যাশিত সুযোগ আসবে। কাজে স্বাচ্ছন্দ্য হোন। ব্যবসায় সাফল্য। আত্মবিশ্বাস বেশি থাকবে। কর্মক্ষেত্রে অনুকূল স্থিতি।

ধনু

26 August 2025

কাজে আত্মবিশ্বাস বৃদ্ধি। বিভিন্ন বিষয় আপনার পক্ষে। কাজে ভারসাম্য থাকবে। ইতিবাচক থাকুন। কাজ গতি পাবে। উদার হোন।

মকর

26 August 2025

ভাগ্যের কৃপা। ভালো পরিস্থিতি। আত্মবিশ্বাস বৃদ্ধি। কাজের উন্নতি। আর্থিক বিষয়গুলি অনুকূলে। পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবেন। দীর্ঘ দূরত্ব ভ্রমণ।

কুম্

26 August 2025

ভদ্র এবং মৃদুভাষী থাকুন। দরকারি কাজে শিথিলতা এড়ান। কর্মক্ষেত্রে স্বাভাবিক থাকবে। খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন। লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। কাজ অমীমাংসিত থাকতে পারে।

মীন

26 August 2025

চাকরিতে ভালো পরিস্থিতি। ব্যবসায় মনোযোগ দেবেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে ফল লাভ। লেনদেনে স্বচ্ছতা রাখুন। ঝুঁকিপূর্ণ কাজ করবেন না।