কপালে?

কী আছে

26 January 2024

আজকের রাশিফল 26 January 2024 

মেষ

26 January 2024

গুরুজনদের সঙ্গে মানসিক ক্লেশ হতে পারে। পুরনো পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। কারও সমালোচনায় গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে।

বৃষ

26 January 2024

বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি পাবেন। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা।

মিথুন

26 January 2024

বন্ধু আপনাকে ঠকাতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। মহিলা সংক্রান্ত বিপত্তি আসতে পারে। কর্মের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে।

কর্কট

26 January 2024

আপনার ঋণ মুকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। আপনার খুব কাছের কেউ বা প্রিয় কারও সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে।

সিংহ

26 January 2024

দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে। কোনও একটি কাজ বার বার করাতে ব্যস্ত হতে হবে। যারা সঙ্গীত নিয়ে কাজ করেন তাঁদের জন্য ভাল সময় নয়।

কন্যা

26 January 2024

রক্তচাপ হেরফের হতে পারে। আত্মীয় নিয়ে বিবাদ আসতে পারে। প্রেমের ব্যাপারে মান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভাল লাভের আশা করা য়ায়।

তুলা

26 January 2024

আর্থিক লাভ হবে। নতুন কাজের পরিকল্পনা করবেন। ভারসাম্য বজায় রাখবেন। আত্মবিশ্বাস আরও শক্তিশালী হবে। অবস্থানগত প্রভাব বৃদ্ধি পাবে। সবাই সহযোগিতা করবেন। পেশা ও ব্যবসায় গতি আসবে।

বৃশ্চিক

26 January 2024

ভাগ্যের কারণে অনুকূল ফল আসবে। আত্মবিশ্বাস বাড়বে। সুসময় থাকবে। আত্মবিশ্বাস ও আধ্যাত্মিকতা শক্তি পাবে। বড়দের কাছ থেকে সহযোগিতা পাবেন। কাজের গতি বাড়বে।

ধনু

26 January 2024

মসৃণ গতিতে এগিয়ে যেতে থাকবেন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন। ঝুঁকিপূর্ণ বিষয় এড়াবেন। কাজে ধৈর্য দেখাবেন। প্রিয়জনের উপদেশ ও শিক্ষা মেনে চলবেন।

মকর

26 January 2024

খুব গুরুত্বপূর্ণ কাজ ত্বরান্বিত হবে। প্রিয়জনের আস্থা বজায় রাখবেন। দাম্পত্য জীবনে সুখ থাকবে। ঘনিষ্ঠ সহকারী থাকবেন। ইতিবাচকতার সদ্ব্যবহার করবেন।

কুম্

26 January 2024

কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে লক্ষ্য অর্জনের চেষ্টা করবেন। সাফল্য পাবেন। আর্থিক বিষয়ে ধার করা এড়িয়ে চলুন। চাকরিজীবীরা ভালো করবেন। শৃঙ্খলা বাড়ান।

মীন

26 January 2024

গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে। লক্ষ্য অর্জনের চেষ্টা অব্যাহত থাকবে। পড়াশোনায় আগ্রহ থাকবে। বড় কাজে গতি আসবে। প্রিয়জনের কাছ থেকে ভালো খবর পাবেন।