কপালে?

কী আছে

27 February 2025

আজকের রাশিফল 27 February 2025 

মেষ

27 February 2025

বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধতে পারে। ছোটখাটো আঘাত লাগতে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে না।

বৃষ

27 February 2025

অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।

মিথুন

27 February 2025

নিজের বুদ্ধিতে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ।

কর্কট

27 February 2025

আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। বাড়িতে খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন।

সিংহ

27 February 2025

অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ।

কন্যা

27 February 2025

খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন। বন্ধুদের পরামর্শে চললে বিপদে পড়তে পারেন। কারও প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে।

তুলা

27 February 2025

মানসিক চাপ তৈরি হবে। ব্যবসার ক্ষেত্রে দিনটি ভালো। স্বাস্থ্য মোটামুটি থাকবে। কাজকর্মে গতি আসবে। দিনটি খুব একটা ভালো নয়। সাবধানে থাকবেন।

বৃশ্চিক

27 February 2025

পেশাদারদের জন্য দিনটি ভালো। কাজে মন দিন। অর্থের আগমন হবে। খরচও বাড়বে। সমস্যা থেকে পালাবেন না। ধৈর্য ধরুন। কথা কম বলুন।

ধনু

27 February 2025

কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যের হানি হতে পারে। চিকিৎসা ক্ষেত্রে টাকা পয়সা খরচ বাড়তে পারে। মানসিক সমস্য়া তৈরি হতে পারে।

মকর

27 February 2025

ব্যবসা ও কর্মে বিলম্বিত উন্নতি। কোথাও যাওয়ার যোগ রয়েছে। কথা বলুন ভেবেচিন্তে। বেশি পরিশ্রম করা থেকে নিজেকে বিরত রাখুন। মনের যত্ন নিতে হবে।

কুম্

27 February 2025

ব্যবসার জন্য দিনটি শুভ। বিনিয়োগ করলে লাভ হবে। মানসিক চঞ্চলতা বাড়বে। বড় বরাত প্রাপ্তি ও অর্থকরী উপার্জন বৃদ্ধির যোগ প্রবল।

মীন

27 February 2025

একাধিক ক্ষেত্রে আয় বৃদ্ধি। সঞ্চয় বাড়বে। চিকিৎসার জন্য টাকা পয়সা জমাতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল হবে। বিদ্যা লাভের ক্ষেত্রে দিনটি শুভ।