কপালে?
কী আছে
28 August 2025
28 August 2025
এই সময়টি শুভ কাজের জন্য উত্তম । কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবেন। কাজে অবহেলা উপেক্ষা করুন। আর্থিক লেনদেনে মন দিন। ধার এড়ান।
28 August 2025
আনন্দদায়ক সময় কাটাবেন। সম্পর্ক মধুর ও দৃঢ় হবে। দায়িত্ব পালন করবেন। ব্যবসায় উন্নতি। কাজে গতি থাকবে। সুসংবাদ পাবেন।
28 August 2025
সম্পদ লাভ। বিনয়ী হোন। কাজে তাড়াহুড়ো এড়ান। পরিবারে সুখ। কাজে সাফল্য। পরিস্থিতি মিশ্র হবে। আটকে থাকা কাজে সতর্ক হোন। জেদ নয়।
28 August 2025
আর্থিক বিষয়গুলি আপনার পক্ষে। সুসংবাদ পাবেন। ভ্রমণের সম্ভাবনা। কাজ গতি পাবে। গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন। সম্পর্কে সংবেদনশীল হোন।
28 August 2025
গুরুত্বপূর্ণ কাজে উৎসাহিত হবেন। প্রিয়জনের সঙ্গে সুসময়। লক্ষ্য অর্জন করবেন। দারুণ সুযোগ পাবেন। পরিবারে সুখ। আর্থিক বিষয়গুলি আপনার পক্ষে।
28 August 2025
মানসিক স্বচ্ছ্বতা বজায় রাখুন। হতাশ হবেন না। সঙ্গী অপমান করতে পারে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসায়ীদের জন্য দিনটা ভালো নয়। অচেনা লোকের সঙ্গে সম্মানজনক দূরত্ব বজায় রাখুন।
28 August 2025
মানসিক অস্থিরতা তৈরি হওয়ার আগে নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। পাওনা উদ্ধার করতে সক্ষম হবেন। কেনাকাটা করতে গিয়ে খরচ বাড়তে পারে। বাজেট অতিক্রম করবেন না।
28 August 2025
বাইরের কাজকর্ম আপনাকে ভালো ফল দেবে। পরিবারের সদস্যদের সঙ্গে অশ্লীল আচরণ করবেন না। সময়মতো দ্রুত পদক্ষেপ করবেন। না হলে শত্রুরা সুযোগ পেয়ে যাবে।
28 August 2025
শরীর খারাপ হতে পারে। আজ প্রশংসা পাবেন। ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন। স্ত্রী ইচ্ছাকৃতভাবে আঘাত করতে পারে। পরিবারে বিবাদ বাড়বে। সন্তানদের নিয়ে আলাদা থাকার আগে ভাবুন।
28 August 2025
সৃষ্টিশীল মানুষদের জন্য দিনটি ভালো। শিশুদের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় কাটবে। আজ প্রেমের জন্য দিনটি ভালো। প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটবে। খরচ কমানোর উপর জোর দিন।
28 August 2025
অতীতের কৃতকর্মের জন্য পস্তাতে পারেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা উন্নতি করবেন। কঠোর পরিশ্রমের পুরস্কার পাবেন। পরবর্তী ক্ষেত্রে লাভবান হবেন। দান করবে সুফল পাবেন।