কপালে?

কী আছে

28 March 2025

আজকের রাশিফল 28 March 2025

মেষ

28 March 2025

সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

বৃষ

28 March 2025

পুরনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন। সপরিবার ভ্রমণের যোগ। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে। কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি হতে পারে।

মিথুন

28 March 2025

মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড়ো ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ।

কর্কট

28 March 2025

ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে।

সিংহ

28 March 2025

বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন।

কন্যা

28 March 2025

কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে সাবধান থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন।

তুলা

28 March 2025

পরিবারের সঙ্গে সুখে থাকবেন। ব্যক্তিগত বিষয়ে তৎপর থাকবেন। পরিকল্পনা গতি পাবে। কাছের মানুষদের কথা শুনুন। স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে থাকবেন। আয় বৃদ্ধি পাবে। তর্ক এড়িয়ে চলুন।

বৃশ্চিক

28 March 2025

গুরুত্বপূর্ণ জিনিস পাবেন। সুসংবাদ পাবেন। বিনয়ী হোন। ধৈর্য ধরবেন। ব্যস্ততা থাকবে। বড়দের কথা শুনুন। গতি ধরে রাখুন। কাজ আটকে রাখবেন না। আলস্য এড়ান।

ধনু

28 March 2025

ঘরে আনন্দের পরিবেশ থাকবে। সুসংবাদ পাবেন। ঘরে ধন-সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। পারিবারে সুখ। দারুণ সুযোগ পাবেন। কাজ এগিয়ে নিয়ে যাবেন।

মকর

28 March 2025

আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। পরিকল্পনাগুলি এগিয়ে নিয়ে যাবেন। কাঙ্ক্ষিত জিনিস পাবেন। ইতিবাচক পরিবেশ থাকবে। লক্ষ্যের দিকে এগিয়ে যান। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দ্বিধা কমবে।

কুম্

28 March 2025

খরচ এবং বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন। কাজে অতিরিক্ত সতর্ক হোন। ইতিবাচক থাকবেন। কথাবার্তায় মাধুর্য রাখুন। খরচ বেশি হতে পারে। কাজের সুযোগ। পরিকল্পনাগুলি গতি পাবে।

মীন

28 March 2025

মনোবল তুঙ্গে থাকবে। আয়ের একাধিক উৎস। লক্ষ্যের প্রতি মনোযোগ বাড়বে। আটকে থাকা কাজগুলি গতি পাবে। সহজেই কাজ সম্পন্ন করবেন। চাকরি এবং ব্যবসায় শুভ ফল। ইতিবাচক থাকবেন।