কপালে?

কী আছে

30 January 2025

আজকের রাশিফল 30 January 2025 

মেষ

30 January 2025

সন্তানের কাজে গর্ববোধ। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করবেন। আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে।

বৃষ

30 January 2025

শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে।

মিথুন

30 January 2025

আজ বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে কোনও বিভ্রাটে পড়তে হতে পারে।

কর্কট

30 January 2025

ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য ভাল সময় নয়।

সিংহ

30 January 2025

নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে।

কন্যা

30 January 2025

সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

তুলা

30 January 2025

বিশেষ কোনও কাজ আটকে যেতে পারে। মানসিক চিন্তায় থাকবেন। সব ব্য়াপারে কথা বলা থেকে বিরত থাকুন। আজ অসম্মানিত হতে পারেন।

বৃশ্চিক

30 January 2025

সপরিবারে ভ্রমণে যাবেন। কেনাকাটার ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। অযথা বিরক্ত হবেন না। কথাবার্তা সাবধানে বলুন। আজ দিনটি মোটের উপর খারাপ।

ধনু

30 January 2025

পেশাদারি শিক্ষায উন্নতি। দর্শন ও বিজ্ঞানশাস্ত্রের ছেলে-মেয়েদের শিক্ষাক্ষেত্রে উন্নতি। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।

মকর

30 January 2025

যাতে হাত দেবেন আজ, তাতেই সোনা ফলবে। মানসিক দিক থেকে খুব ভালো থাকবেন। আজ ভ্রমণ এড়িয়ে যান। কাজ শুরু করুন সকাল সকাল।

কুম্

30 January 2025

অফিস কর্মীদের উন্নতি। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। আর্থিকভাবে স্বচ্ছ্বল থাকবেন। স্ত্রী-র সঙ্গে বনিবনা নাও হতে পারে। সন্তানদের সময় দিন।

মীন

30 January 2025

কাজকর্মে বাধা আসবে। টাকা-পয়সা বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের খেয়াল রাখুন। আঘাত পেতে পারেন। আয়ের থেকে খরচ বেশি হতে পারে।