কপালে?

কী আছে

30 November 2024

আজকের রাশিফল 30 November 2024 

মেষ

30 November 2024

বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে।

বৃষ

30 November 2024

মামলায় জিতে যাওয়ার সম্ভাবনা। আপনার উদার মনোভাব আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মন স্থির রেখে পারিবারিক দায়িত্ব পালন করুন। রাস্তাঘাটে বাড়তি সতর্কতা প্রয়োজন।

মিথুন

30 November 2024

সংসারে বেশি খরচ হতে পারে। প্রতিবেশীর দ্বারা উপকার পেতে পারেন। ন্যায্য পাওনা আদায় হতে পারে। শত্রুর সঙ্গে আপস করে চললে লাভবান হবেন।

কর্কট

30 November 2024

শিশুদের পড়াশোনার জন্য শুভ সময়। ভ্রমণের আশা রাখতে পারেন। হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তে লাভবান হবেন। উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

সিংহ

30 November 2024

শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। আপনার উন্নতিতে প্রতিবেশীদের হিংসা হবে। সকাল থেকে শারীরিক যন্ত্রণা বাড়তে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য সমস্যার সমাধান হতে পারে।

কন্যা

30 November 2024

ভ্রমণে বিপদ ঘটতে পারে। চারুকলায় সাফল্য লাভের সম্ভাবনা। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জনের জন্য শুভ সময়।

তুলা

30 November 2024

যুক্তি ও বুদ্ধি দিয়ে কাজ করবেন। আবেগ নির্ভরশীল হবেন না। বাজেটের দিকে নজর দিন। আইনি বিষয়ে পরামর্শ নেবেন। সময়ে কাজ শেষ করুন। আর্থিক বিষয়ে ব্যস্ত থাকতে পারেন।

বৃশ্চিক

30 November 2024

আপনার কর্মক্ষমতা আজ অনেককে প্রভাবিত করবে। প্রমোশোন হতে পারে। ব্যবসাতেও সাফল্য আছে। বন্ধুরা পাশে থাকবে। পেশাগত ক্ষেত্রে উন্নতি। একাধিক চুক্তি সম্পন্ন হতে পারে।

ধনু

30 November 2024

সব কাজ দ্রুত শেষ করতে পারবেন। রুটিন উন্নত হবে। অন্য কাজে যুক্ত হওয়ার প্রয়োজন নেই। সিদ্ধান্ত বদল করার আগে ভাবুন। তড়িঘড়ি কোনও কাজ করবেন না। সম্মান বাড়বে।

মকর

30 November 2024

সম্পর্কের জন্য দিনটি ভালো। প্রেমের প্রস্তাব পেতে পারেন। প্রিয়জনের সঙ্গে সময় কাটাবেন। আজ খরচ কিছুটা বাড়তে পারে। আর্থিক স্বাচ্ছল্য থাকবে। বেড়াতে যাওয়ার যোগ রয়েছে।

কুম্

30 November 2024

শরীরের দিকে নজর দিন। খাওয়া-দাওয়া ভেবেচিন্তে করুন। শরীর খারাপ হতে পারে। দিনটি তেমন ভালো যাবে না। মানসিক অস্থিরতা বাড়তে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন।

মীন

30 November 2024

কাজের ক্ষেত্রে অনেক বেশি জবাবদিহি করতে হবে। পেশাদারিত্ব বজায় রাখুন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। আজ দান-ধ্যান করলে ভালো ফল মিলবে। আলোচনা ফলপ্রসূ হবে।