10 September 2024
BY- Aajtak Bangla
কলকাতার অদূরে দক্ষিণেশ্বর কালী মন্দির অন্যতম পবিত্র জায়গা।
মা ভবতারিণীর দর্শন পেতে রোজই বহু মানুষ ভিড় জমান দক্ষিণেশ্বরে।
দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর মূল মন্দিরের পাশাপাশি ১২টি শিব মন্দির রয়েছে।
দক্ষিণেশ্বরে কেন ১২টি শিব মন্দির, তা অনেকেই জানেন না...
রানি রাসমণি কালী মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি দক্ষিণেশ্বরে ১২টি শিব মন্দির তৈরি করেছেন।
এই ১২টি শিব মন্দির হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতীক স্বরূপ।
দক্ষিণেশ্বরে ১২টি শিব মন্দির দু'ভাগে বিভক্ত। উত্তর দিকে ৬টি শিব মন্দির আর দক্ষিণ দিকে ৬টি শিব মন্দির রয়েছে।
উত্তরে যে ৬টি শিব রয়েছেন, তাঁরা হলেন যোগেশ্বর, রত্নেশ্বর, জটিলেশ্বর, নকুলেশ্বর, নাগেশ্বর এবং নির্ঝরেশ্বর।
দক্ষিণে যে ৬টি শিব রয়েছেন, তাঁরা হলেন যজ্ঞেশ্বর, জলেশ্বর, জগদীশ্বর, নাদেশ্বর, নন্দীশ্বর এবং নরেশ্বর।