26 November 2023

BY- Aajtak Bangla

দেব দীপাবলীর আগে এই ৫ ভুল নয়, রেগে যেতে পারেন আপনার ইষ্টদেবতা

কার্তিক মাসের অমাবস্যায় যেখানে প্রদীপ জ্বালিয়ে দীপাবলী পালন করা হয়, তার ঠিক ১৫ দিন পরই কার্তিক মাসের পূর্ণিমায় দেবতাদের দীপাবলী পালন করা হয়ে থাকে।

এই পর্বটি দেব দীপাবলি নামেও পরিচিত। এটা এমনই এক দিন যেখানে দেব-দেবীদের সহজেই প্রসন্ন করা যেতে পারে।

কথিত আছে যে এইদিন দেবী-দেবতারা স্বর্গ থেকে গঙ্গা নদীতে স্নান করার জন্য আসেন। এইজন্য বারাণসীর গঙ্গা ঘাট এইদিন প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়।

এই বছর দেব দীপাবলি ২৭ নভেম্বর পালন করা হয়। জ্যোতিষীদের মতে, দেব দীপাবলির দিন এই ৫ ভুল কখনই করা উচিত নয়।

এইদিন রসুন-পেঁয়াজ তথা আমিষ খাবার থেকে দূরে থাকুন। মদ ও মাংসও খাবেন না।  

দেব দীপাবলির দিন ভুলেও তুলসী গাছের পাতা ছিঁড়বেন না। আসলে এই উৎসব কার্তিক পূর্ণিমার দিন পালন করা হয় আর এই দিন তুলসীর পাতা ছিঁড়তে নেই।

এইদিন রাগ, হিংসা ও ক্রোধের মতো ভাবনা মনের মধ্যে আনবেন না। বাড়ির মহিলাদের অপমান একেবারেই করবেন না।

এইদিন উপহার দেওয়ার সময় কাউকে চামড়ার কিছু দেবেন না। পার্স, বেল্ট বা চামড়ার কোনও জিনিসই উপহার দেওয়া উচিত নয়।

এইদিন গঙ্গার ঘাটে গিয়ে অবশ্যই স্নান করুন। যদি সম্ভব না হয় তাহলে স্নানের জলে একটু গঙ্গাজল মিশিয়ে বাড়িতেই স্নান করে নিতে পারেন।